মুর্শিদাবাদ: বুধবার দিনভর যখন ঘটা করে পালিত হল নারী দিবস। তখন দিন গড়িয়ে রাত হতেই এক নারীর মর্মান্তিক অবস্থা ফুটে উঠল মুর্শিদাবাদে। স্ত্রীর অধিকার পাওয়ার দাবিতে রাজমিস্ত্রি যুবকের বাড়ির দরজায় সন্তান কোলে ধর্নায় এক যুবতী। বুধবার রাতে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার ভাসাইপাইকর গ্রামে।
স্থানীয় সুত্রে জানা যায়, বছর চারেক আগে ভাসাই পাইকর গ্রামের যুবতীর সঙ্গে প্রতিবেশী রাজমিস্ত্রি যুবক জুয়েল শেখের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যুবতীর পরিবারের দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে ওই যুবক। বিবাহ বহির্ভূত সম্পর্কে একটি সন্তানও হয় তাঁদের। সন্তান হলেও ওই যুবক তাঁকে বিয়ে না করায় থানা ও আদালতের দ্বারস্থ হন যুবতীর পরিবার।
আরও পড়ুন: জাগ্রত কালী মন্দিরে এ কী দৃশ্য, সিসিটিভিতে ধরা পড়ল মারাত্মক কাণ্ড!
আরও পড়ুন: নাকা চেকিং ভাঙতেই তাড়া করে লরি থামায় পুলিশ, ভিতরে উঁকি দিতেই চোখ কপালে, হরিণঘাটায় চাঞ্চল্যকর কাণ্ড!
অভিযোগ, সন্তানের বয়স প্রায় এক বছর হয়ে গেলেও যুবতীকে বিয়ে না করে অভিযুক্ত যুবক বুধবার অন্য একটি মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। আর তাতেই ঘটে বিপত্তি। বিয়ের খবর জানতে পেরেই সন্তান কোলে রাজমিস্ত্রির বাড়ির দরজায় গিয়ে বসে পড়েন ভাসাইপাইকর গ্রামের যুবতী। অভিযোগ, বাড়ির সামনে বসা মাত্রই যুবতীকে মারধর করেছে যুবকের পরিবার।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। ন্যায্য বিচারের দাবিতে সরব হয়েছেন যুবতী ও তাঁর পরিবার। এদিকে যুবকের বাড়ির সামনে যুবতী ধর্ণায় বসলেও এ বিষয়ে কোনও রকম মন্তব্য করতে রাজি হননি অভিযুক্ত জুয়েল শেখের পরিবার।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshidabad news