হোম /খবর /মুর্শিদাবাদ /
সাগরদিঘি ব্লকে হঠাৎ করে বন্ধ হয়ে গেল লক্ষ্মীর ভান্ডারের টাকা! ব্যাপারখানা কী?

Murshidabad News: সাগরদিঘি ব্লকে হঠাৎ করে বন্ধ হয়ে গেল লক্ষ্মীর ভান্ডারের টাকা! ব্যাপারখানা কী? 

X
লক্ষীর [object Object]

সুযোগ ছাড়েনি বিরোধীরা৷ তাদের দাবি, উপনির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। তাই সরকারের পক্ষ থেকে এখনও মহিলাদের  টাকা দেওয়া হয়নি।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মুর্শিদাবাদঃ কোনও এক অজ্ঞাত কারণে  লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না সাগরদিঘি ব্লকের  মহিলারা। জানা গিয়েছে, মুর্শিদাবাদের প্রায় সমস্ত ব্লকের মহিলারা টাকা পেলেও বাদ শুধু সাগরদিঘি৷ সুযোগ ছাড়েনি বিরোধীরা৷ তাদের দাবি, উপনির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। তাই সরকারের পক্ষ থেকে এখনও মহিলাদের  টাকা দেওয়া হয়নি।

 সংশ্লিষ্ট এলাকার বেশিরভাগ মানুষ কৃষিজীবী৷ কেউ বা চায়ের দোকান চালিয়ে সংসার চালান৷ আবার কেউ বা গৃহশিক্ষকতার পেশায় নিযুক্ত। ভেবেছিলেন দুয়ারের সরকারের লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে কিছুটা সাশ্রয় হবে সংসারের৷

লক্ষ্মীর ভান্ডারের টাকা না ঢোকার কারণেই হাজির হয়েছিলেন দুয়ারে সরকার শিবিরে। কিন্তু সেখানে গিয়ে জানা যাচ্ছে টাকা আসছে না৷ মোবাইলে এসএমএস না পেয়ে টাকার আশা ছেড়েই দিয়েছেন তাঁরা৷ যদিও ব্লক প্রশাসন জানিয়েছে আমরা এই ধরনের কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।কৌশিক অধিকারী

Published by:Rachana Majumder
First published: