মুর্শিদাবাদঃ কোনও এক অজ্ঞাত কারণে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না সাগরদিঘি ব্লকের মহিলারা। জানা গিয়েছে, মুর্শিদাবাদের প্রায় সমস্ত ব্লকের মহিলারা টাকা পেলেও বাদ শুধু সাগরদিঘি৷ সুযোগ ছাড়েনি বিরোধীরা৷ তাদের দাবি, উপনির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। তাই সরকারের পক্ষ থেকে এখনও মহিলাদের টাকা দেওয়া হয়নি।
সংশ্লিষ্ট এলাকার বেশিরভাগ মানুষ কৃষিজীবী৷ কেউ বা চায়ের দোকান চালিয়ে সংসার চালান৷ আবার কেউ বা গৃহশিক্ষকতার পেশায় নিযুক্ত। ভেবেছিলেন দুয়ারের সরকারের লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে কিছুটা সাশ্রয় হবে সংসারের৷
লক্ষ্মীর ভান্ডারের টাকা না ঢোকার কারণেই হাজির হয়েছিলেন দুয়ারে সরকার শিবিরে। কিন্তু সেখানে গিয়ে জানা যাচ্ছে টাকা আসছে না৷ মোবাইলে এসএমএস না পেয়ে টাকার আশা ছেড়েই দিয়েছেন তাঁরা৷ যদিও ব্লক প্রশাসন জানিয়েছে আমরা এই ধরনের কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।