হোম /খবর /মুর্শিদাবাদ /
চিনতে পারছেন পাড়ার সবাই, বৃদ্ধকে চিনলেন না স্ত্রী-সন্তানরা! সুতিতে অবাক কাণ্ড

Murshidabad news: চিনতে পারছেন পাড়ার সবাই, বৃদ্ধকে চিনলেন না স্ত্রী-সন্তানরা! সুতিতে অবাক কাণ্ড

হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ৷

হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ৷

নিজের স্ত্রী, ছেলে, মেয়ে মুখ ফেরানোয় আপাতত জঙ্গিপুর হাসপাতালের মেল মেডিসিন ওয়ার্ডের ১৫ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন ওই বৃদ্ধ।

  • Local18
  • Last Updated :
  • Share this:

জঙ্গিপুর:  এ এক অবাক করা কাণ্ড। হাসপাতালে চিকিৎসাধীন স্বামী। পাড়া প্রতিবেশীরা চিনতে পারলেও চিনতে পারছেনা স্ত্রী ও মেয়ে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতির সাদিপুরে।

গত ২৩ মার্চ সুকুমার সাহা নামে এক বৃদ্ধকে সংজ্ঞাহীন অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করে যান কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তারপর থেকে প্রায় দু সপ্তাহ কেটে গেলেও পরিবারের কেউ ওই বৃদ্ধের খোঁজ নিতে আসেননি বলে অভিযোগ৷

আরও পড়ুন: দিঘায় এ ঘটনা কখনও ঘটেনি! সমুদ্রে যাওয়ার আগেই হোটেলে ঘটল উদ্ভূত সর্বনেশে কাণ্ড! আতঙ্কে পরিবার

অনেক খোঁজ নিয়ে জানা যায় ওই বৃদ্ধের স্ত্রী, ছেলে, মেয়ে রয়েছেন। এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সুতি থানার পুলিস ওই বৃদ্ধের ছবি এলাকাবাসীদের দেখালে সকলেই তাঁকে চিনতে পারেন। কিন্তু পরিবারের লোকেরা ওই বৃদ্ধকে দেখেও চিনতে অস্বীকার করে এবং সাফ জানিয়ে দেন, তারা সুকুমারবাবুকে চেনেন না। আশেপাশের লোকেরা চিনতে পারলেও নিজের স্ত্রী ও দুই সন্তান বৃদ্ধকে  চিনতে অস্বীকার করায় অবাক হয়ে গিয়েছেন সবাই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারের সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই মারধর করে ওই বৃদ্ধকে তাড়িয়ে দিয়েছেন পরিবারের অন্য সদস্যরা।

আরও পড়ুন: সদ্যোজাত চুরির অভিযোগে মহিলাকে বেধড়ক মারধর! শেষে যা জানা গেল হতবাক পুলিশও

নিজের স্ত্রী, ছেলে, মেয়ে মুখ ফেরানোয় আপাতত জঙ্গিপুর হাসপাতালের মেল মেডিসিন ওয়ার্ডের ১৫ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন ওই বৃদ্ধ। তাঁর স্ট্রোক হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু হাসপাতালে ভর্তির পর ১৫দিন কেটে গেলেও পরিবারের কেউ তার কোনও খোঁজ নিতে আসেননি। হাসপাতালের নার্সরাই তাঁর দেখাশোনা করছেন।

অনেক খোঁজ নিয়ে জানা যায় ওই বৃদ্ধের নাম সুকুমার সাহা। আসল বাড়ি কলকাতার বিরাটীতে৷ কিন্তু দীর্ঘদিন ধরে সুতির সাদিকপুরে শ্বশুরবাড়িতেই থাকতেন তিনি। পেশায় কোয়াক ডাক্তার ছিলেন। পরিবারে স্ত্রী, ছেলে ও মেয়েও রয়েছে। স্ত্রী শ্যামলী সাহা অঙ্গনওয়াড়ি কর্মী আর ছেলে নাকি চিকিৎসক। এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সুতি থানার পুলিশ ওই বৃদ্ধের ছবি এলাকাবাসীদের দেখালে সবাই তাঁকে চিনতে পারেন। শুধু বেঁকে বসেন পরিবারের সদস্যরা৷ ফলে ওই বৃদ্ধকে নিয়ে কী করা হবে, তা নিয়ে যথেষ্ট চিন্তায় পড়েছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ৷

আশেপাশের লোকেরা চিনতে পারলেও নিজের স্ত্রী ছেলে ও মেয়ে চিনতে অস্বীকার করায় অবাক হয়ে যায় সকলেই। স্থানীয় সূত্রে জানা যায় পরিবারের সম্পত্তি নিয়ে মারধর করে তাড়িয়ে দিয়েছে পরিবারের লোকেরা।

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Murshidabad