হোম /খবর /মুর্শিদাবাদ /
ব্যারাকপুরের বাসিন্দা ব্যাঙ্ক কর্মীর দেহ মিলল খড়গ্রামে! এ কী ঘটনা, চমকে যাবেন

West Bengal News: ব্যারাকপুরের বাসিন্দা ব্যাঙ্ক কর্মীর দেহ মিলল খড়গ্রামে! মারাত্মক ঘটনা, চমকে যাবেন

মারাত্মক ঘটনা

মারাত্মক ঘটনা

West Bengal News: বর্তমানে জয়পুর স্টেট ব্যাংকের ক্লার্কের পদে কর্মরত ছিল, তার বাড়ি ব্যারাকপুর বলে জানা গিয়েছে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মুর্শিদাবাদঃ বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অন্তর্গত জয়পুর গ্রামে ব্যাংক কর্মীর অস্বাভাবিক মৃত্যু হল। আর অস্বাভাবিক মৃত্যুর পরেই রহস্য দানা বাঁধতে শুরু করেছে এলাকায়।জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে জয়পুর গ্রাম থেকে পুকুরের পাশ থেকে দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতের নাম দেবাঞ্জন সাহা, বয়স ২৭বছর। বর্তমানে জয়পুর স্টেট ব্যাংকের ক্লার্কের পদে কর্মরত ছিল, তার বাড়ি ব্যারাকপুর বলে জানা গিয়েছে।

জয়পুর ষ্টেট ব্যাংক শাখার ম্যানেজার জানান, পরিবারের মুখে হাঁসি ফুটাতেই ভারতীয় ষ্টেট ব্যাংকের ক্লার্কের পদে যোগদান করেছিল। বেশ কয়েক বছর ধরেই ভাড়া বাড়ি নিয়ে জয়পুর গ্রামে থাকতেন দেবাঞ্জন সাহা। যদিও নিত্যদিন কাজ কর্ম ঠিক ঠাক চলত। বুধবার ব্যাংকের কাজ করে সঠিক সময়ে রাতে বাড়ি ফিরে যান। আমরা সকালেই গ্রামের বাসিন্দাদের কাছ থেকে ফোন পায় পুকুরের ধার থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে। কি ভাবে তার এই মৃত্যু আমরাও বুঝে নিতে পারছি না।

আরও পড়ুন: জোটে জট, কংগ্রেসকে প্রার্থী ফেরাতে আবেদন বামেদের! লালের সঙ্গে হাত কি মিলবে?

যদিও গ্রামের বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকালে পুকুরে ধারে দেহ ভাঁসতে দেখি আমরা, পরে দেহ দেখতে পেলে পুলিশ কে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। বৃহস্পতিবার মৃতদেহ কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন দেহ ময়না তদন্তের জন্য বলে পুলিশ জানিয়েছে। তবে কি কারনে তার মৃত্যু তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: বিরাট বদল আবহাওয়ায়! ফিরছে শীত? সঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট! হাওয়া অফিসের পূর্বাভাস

পুলিশ ইতিমধ্যেই প্রাথমিক ভাবে ব্যাংক ম্যানেজার ও স্হানীয় বাসিন্দাদের কে জিজ্ঞাসাবাদ করেছে । অন্যদিকে মৃতের পরিবার কে খবর দেওয়া হয়েছে, বৃহস্পতিবার দুপুরে দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে বলে জানা গিয়েছে ।

Published by:Suman Biswas
First published:

Tags: Death, West Bengal news