মুর্শিদাবাদঃ বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অন্তর্গত জয়পুর গ্রামে ব্যাংক কর্মীর অস্বাভাবিক মৃত্যু হল। আর অস্বাভাবিক মৃত্যুর পরেই রহস্য দানা বাঁধতে শুরু করেছে এলাকায়।জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে জয়পুর গ্রাম থেকে পুকুরের পাশ থেকে দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতের নাম দেবাঞ্জন সাহা, বয়স ২৭বছর। বর্তমানে জয়পুর স্টেট ব্যাংকের ক্লার্কের পদে কর্মরত ছিল, তার বাড়ি ব্যারাকপুর বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: জোটে জট, কংগ্রেসকে প্রার্থী ফেরাতে আবেদন বামেদের! লালের সঙ্গে হাত কি মিলবে?
যদিও গ্রামের বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকালে পুকুরে ধারে দেহ ভাঁসতে দেখি আমরা, পরে দেহ দেখতে পেলে পুলিশ কে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। বৃহস্পতিবার মৃতদেহ কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন দেহ ময়না তদন্তের জন্য বলে পুলিশ জানিয়েছে। তবে কি কারনে তার মৃত্যু তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন বলে জানা গিয়েছে।আরও পড়ুন: বিরাট বদল আবহাওয়ায়! ফিরছে শীত? সঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট! হাওয়া অফিসের পূর্বাভাস
পুলিশ ইতিমধ্যেই প্রাথমিক ভাবে ব্যাংক ম্যানেজার ও স্হানীয় বাসিন্দাদের কে জিজ্ঞাসাবাদ করেছে । অন্যদিকে মৃতের পরিবার কে খবর দেওয়া হয়েছে, বৃহস্পতিবার দুপুরে দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে বলে জানা গিয়েছে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Death, West Bengal news