মুর্শিদাবাদ: নিম গাছে বার হচ্ছে সাদা জল। অবিশ্বাস্য হলেও এমনই চাঞ্চল্যকর চিত্র উঠে এল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী গ্রাম ভবানীপুর পুরাতন ফারসা গ্রামে। এ এক অবিশ্বাস্য। গাছ থেকে একটানা বেরিয়ে চলেছে জল। সেই জলে ভেসে গিয়েছে গাছটির চারপাশ।
জলের তোড় এমনই, সেই জলে চোখ-মুখ ধুয়ে নেওয়া যাচ্ছে। না, কোনও বুজরুকি বা লোক ঠকানোর ঘটনা নয়, গাছ থেকে জল বেরিয়ে যাওয়ার এই দৃশ্য। সাধারণত আমরা দেখে থাকি তালগাছ এবং খেজুর গাছে সাদা জল বার হয়। তবে নিম গাছ থেকে জল বের হওয়ার খবর হতেই এলাকায় কার্যত ব্যাপক ভিড় জমেছে। দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন সেই জল নিতে। নিমগাছের সাদা জল খেয়ে রোগ ভাল হবে।
আরও পড়ুন: ফের ভাইরাস-আতঙ্ক! জ্বর, কাশি, শ্বাসকষ্ট! এক্কেবারে করোনার মতো, বাচ্চাদের সামলে..
আরও পড়ুন: শহরে অ্যাডিনো-আতঙ্ক! জ্বর হলেই বাচ্চাকে উল্টোপাল্টা ওষুধ নয়, আগে দেখে নিন পুরসভা কী বলছে
এই বিশ্বাস নিয়েই কার্যত ভিড় জমাচ্ছেন আমজনতা। এদিকে নিম গাছ থেকে এই ধরনের মিষ্টি সাদা জল বের হওয়ার ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে। বহু বছর আগেও এ কবার এভাবে নিমগাছ থেকে সাদা জল বের হয়েছিল বলেই জানিয়েছেন এলাকার এক প্রৌঢ়।
এই ঘটনাটি ভূগর্ভস্থ স্প্রিংসের কারণে ঘটে, যা ভারী বৃষ্টির সময় উপচে পড়ে। এটি একটি উচ্চ চাপ সৃষ্টি করে এবং গাছের কাণ্ড থেকে জল বেরিয়ে আসে বলে দাবি বিজ্ঞান মঞ্চের সদস্যদের। জীববিদ্যার শিক্ষক দেবল দাস জানান, এটা একটি প্রাকৃতিক ঘটনা। যদি কোনও গাছের বয়স ৫০ বছরের ঊর্দ্ধে যায় একটি ব্যাকটেরিয়া তৈরি হয়। ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে ব্রাঞ্চ থেকেই টিউমারের সৃষ্টি হয়, যার কারণে হিউমিনিটি বেড়ে যাওয়ার কারনেই টিসু বৃদ্ধি হয়। টিসু গুলো দুর্বল হলে ফেটে যায় ফলে গাছ থেকে সাদা জল বেরিয়ে আসে এবং সেই জলটা মিষ্টি হয়।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।