হোম /খবর /মুর্শিদাবাদ /
বাইশ পুতুল মনসা পুজো ও মেলায় মজেছে মুর্শিদাবাদ

Murshidabad News: বাইশ পুতুল মনসা পুজো ও মেলায় মজেছে মুর্শিদাবাদ

X
ডাঙ্গাপাড়ায় [object Object]

মুর্শিদাবাদ জেলা মানেই নবাবের জেলা। নবাবের জেলা যেমন ইতিহাস ঠিক তেমনই আছে নানা পুজো সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার অভিনব উদ্যোগ গ্রহণ করা হল মুর্শিদাবাদ জেলাতে। ৪৫ বছর পদার্পণ করল ২২ পুতুলের মেলা ও মনসা পুজো।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলা মানেই নবাবের জেলা। নবাবের জেলা যেমন ইতিহাস ঠিক তেমনই আছে নানা পুজো সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার অভিনব উদ্যোগ গ্রহণ করা হল মুর্শিদাবাদ জেলাতে। ৪৫ বছর পদার্পণ করল ২২ পুতুলের মেলা ও মনসা পুজো। যা আয়োজন হয় মুর্শিদাবাদ থানার অন্তর্গত ডাঙ্গাপাড়া এলাকায়। মুর্শিদাবাদ জেলার ডাঙ্গাপাড়া অঞ্চলের ধরমপুর নতুনপাড়া মন্দির প্রাঙ্গণে প্রতিবছর কালীপুজোর পর পঞ্চমী তিথি থেকে হয়ে থাকে এই বিখ্যাত বাইশ পুতুলের মেলা ও মনসা পুজো।

এখানকার পুজোর আকর্ষণ ২২ টি পুতুল নিয়ে পুজো হয় এখানে। জানা যায়, বাংলা ১৩৮৫ বঙ্গাব্দ, ইংরেজি ১৯৭৭ সালে শুরু হয়েছিল এই পুজো, তখন শুধুমাত্র মনসা দেবীর পুজো হতো। পরবর্তী সময়ে ১৯৯০ সালে ২২ টি পুতুল নিয়ে শুরু হয় পূজো এবং মেলা। সেই মেলায় হতো যাত্রাপালা, বাউলগান, মনসা গান, আলকাপ সহ বহু গ্রামীণ অনুষ্ঠান। কিন্তু কালের আবর্তনে এখন শুধুমাত্র মনসা গান হয়। এ বছর এখানকার ২২ পুতুলের মেলা এবং পুজোর ৪৫ বছর পূর্ণ হল।

আরও পড়ুনঃ বহরমপুরে বসেই বেনারসের স্বাদ! গঙ্গা আরতি এবার বহরমপুরে

তবে এখানকার পুজোয় দেখা যায় সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন। ধর্ম যার যার উৎসব সবার। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসেন এই পুজোয়। এমনকি পুজো কমিটির বেশিরভাগ সদস্যই সংখ্যালঘু। শুধুমাত্র এলাকার লোকেরাই নয় বরং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে এমনকি জেলার বাইরে থেকেও বহু লোক আসেন এই পুজোয়।একটানা ৯ দিন ধরে চলে এই ২২ পুতুলের মেলা ও মনসা পুজো চলে বলে জানা যায়। যা দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষজন।

Koushik Adhikary

Published by:Soumabrata Ghosh
First published:

Tags: Murshidabad