হোম /খবর /মুর্শিদাবাদ /
মুর্শিদাবাদে পৃথক দুর্ঘটনায় মৃত্যু ২, আহত ৫

Murshidabad News- মুর্শিদাবাদে পৃথক দুর্ঘটনায় মৃত্যু ২, আহত ৫

X
মুর্শিদাবাদের [object Object]

আহতদের চিকিৎসার জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে 

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার সুতি ও ভরতপুরে পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু ২ জনের। আহত হয়েছেন ৫ জন। সোমবার রাতে মুর্শিদাবাদের সুতি থানার অরঙ্গবাদ থেকে বামুহা বিয়ের অনুষ্ঠান যোগ দিতে যাওয়ার পথে, ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে স্কোরপিওর সঙ্গে লরির ধাক্কা। আহতদের কে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুমন দাস। অন্যদিকে, ভরতপুর থানার চোঁয়াতর ব্রীজের কাছে দাঁড়িয়ে থাকা চাল বোঝাই লরির পিছনে ধাক্কা মারল পিক আপ ভ্যান। মঙ্গলবার ভোর রাতের এই দুর্ঘটনায় মৃত্যু হয় আদিত্য কুমার দাসের (৪৫)। বাড়ি বীরভূম জেলার মারগ্রামে ।

Published by:Samarpita Banerjee
First published:

Tags: Berhampore, Bharatpur, Murshidabad