মুর্শিদাবাদঃ তলিয়ে যাওয়ার প্রায় ৪৮ ঘন্টা পর গঙ্গা থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার। সামসেরগঞ্জের ধুলিয়ান গঙ্গার ঘাট সংলগ্ন এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ করা যেতে পারে, রবিবার সকালে কাজের ফাঁকে বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্মান করতে গিয়ে তলিয়ে যায় দুই যুবক। মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে আসে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার ধুলিয়ান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লক্ষীনগরে।
স্থানীয় সুত্রে জানা যায়, তলিয়ে যাওয়া দুই যুবকের নাম মোবারক হোসেন(১৮) এবং আল খাপিস (১৭)। উভয়ের বাড়ি ধুলিয়ানের গাজিনগরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় সামসেরগঞ্জ থানার পুলিশ এবং ডুবুরি টিম। জানা যায়, গাজিনগর থেকে সহকর্মীদের সঙ্গে ঢালাই এর কাজের জন্য লক্ষীনগর আসেন দুই যুবক। কিন্তু একটি বাড়িতে ঢালাই শুরু করার আগেই সাতজন বন্ধু মিলে পাশের গঙ্গায় স্মান করতে নামে। ঠিক তখন ঘটে দুর্ঘটনা বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: মায়ের আরাধনায় দূর হয় অন্ধত্ব! হাজার বছরের পুরনো মন্দিরে নববর্ষে ভক্তদের ঢল
অসাবধানতাবশত মুহূর্তেই তলিয়ে যায় দুই যুবক। খবর পেয়ে গঙ্গার তীরে ভিড় জমান সাধারণ মানুষ। উভয়ের বাড়ি ধুলিয়ানের গাজিনগরে। তলিয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় সামসেরগঞ্জ থানার পুলিশ এবং ডুবুরি টিম। শুরু হয় তল্লাসি অভিযান। এদিকে আগেই আল খাপিসের দেহ উদ্ধার হলেও পাওয়া যাচ্ছিল না মোবারকের দেহ। অবশেষে পার দেওনাপুর এলাকার মন্দির সংলগ্ন গঙ্গা ঘাট থেকে উদ্ধার হয় মোবারকের মৃতদেহ। গঙ্গায় তলিয়ে দুই যুবকের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সামসেরগঞ্জ থানা এলাকায়।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ganga, Murshidabad news