#মুর্শিদাবাদঃ রাজ্যে উন্নয়ন হলেও বাস্তবে ফলপ্রসূ হয় না কোনও কাজ। আজকে আমরা নিউজ 18 লোকালের পর্দায় দেখাব, উদ্বোধনের পরেও পরে আছে শৌচালয়। সাধারণ মানুষের জন্য ব্যবহার হচ্ছে সেই শৌচালয়।
মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের রতনপুর স্টেশন মোড় সংলগ্ন এলাকায় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল সুলভ শৌচালয়। ব্লক প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে ঘটা করে হয়েছিল উদ্বোধন। কিন্তু সেই নির্মাণের প্রায় সাড়ে তিন বছর অতিবাহিত হলেও এখনও তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে শৌচালয়।
আরও পড়ুনঃ বনগাঁ লোকালে ফের পাথরবাজের হামলা, গুরুতর জখম রেলযাত্রী যুবক
শৌচালয়ের পুরো এলাকায় কার্যত আগাছায় রূপান্তরিত হয়েছে। আর যা ঘিরেই রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন মুর্শিদাবাদের সামসেরগঞ্জের কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের রতনপুর স্টেশন মোড়ের ব্যবসায়ীরা। এত বিপুল পরিমাণ টাকা খরচ করে শৌচালয় তৈরি করে জনসাধারণকে অসুবিধাই ফেলে কেন শৌচালয় বন্ধ রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে শৌচালয় চালু করার দাবিতে সরব হয়েছেন তারা।
আরও পড়ুনঃ ৫৭০ ভরি সোনায় সাজবেন মা কালী! কেমন হবে 'কেষ্ট'হীন পুজো? নজর রাখছে সিবিআই
শৌচালয় বন্ধ থাকা নিয়ে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস-সিপিআইএম-সহ বিরোধীরা। যদিও সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে স্থানীয় কাঞ্চনতলা পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি সামিরুল হকের দাবি, জল সমস্যা ও কিছু কারণে শৌচালয়টা বন্ধ ছিল। আগামী এক সপ্তাহের মধ্যেই সেই শৌচালয় চালু করার আস্বাস দেন প্রধান। তবে আদৌ কবে হবে উদ্বোধন নাকি মাসের পর মাস পরে থাকবে এই শৌচালয় তা এখন দেখার বিষয়।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshidabad