হোম /খবর /মুর্শিদাবাদ /
রক্তের প্রয়োজন, মুশকিল আসান হয়ে এ কে এগিয়ে এলেন! অবিশ্বাস্য ঘটনা

Murshidabad News: হঠাৎ রক্তের প্রয়োজন, মুশকিল আসান হয়ে এ কে এগিয়ে এলেন! নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না কেউ

X
লালবাগ [object Object]

বর্তমানে AB গ্রুপের রক্ত নেই লালবাগ মহকুমা হাসপাতালে। তাই চিন্তায় পড়ে গিয়েছিলেন রোগীর আত্মীয়েরা৷

  • Local18
  • Last Updated :
  • Share this:

#মুর্শিদাবাদ: রক্তের সঙ্কট দেখা দিয়েছিল রোগীর। আর তা জানতে পেরেই এগিয়ে এলেন খোদ হাসপাতাল সুপার। বৃহস্পতিবার দুপুর নাগাদ মুর্শিদাবাদের ভগবানগোলা থানার কানাপুকুর এলাকার বাসিন্দা সাফিকা খাতুন নামের একজন প্রসূতি ভর্তি হন লালবাগ মহকুমা হাসপাতালে। সিজারের জন্য AB রক্তের প্রয়োজন হয়৷ ব্লাড ব্যাঙ্কে সেই গ্রুপের রক্ত পাওয়া যায়নি৷ এমনকি ডোনারও খুঁজে পাওয়া যায়নি৷ এমন অবস্থায় বৃহস্পতিবার বিকালে লালবাগ মহকুমা হাসপাতালের সুপার ডা. আবু সালেহ মোহাম্মদ মেহফুজুল করিমের কানে পৌঁছায় সেই খবর। তখনই তিনি নিজে ব্লাডব্যাঙ্কে যান এবং রক্তদান করেন। প্রাণ বাঁচান মুর্মুর্ষ রোগীর।পরিবারের লোক থেকে শুরু করে হাসপাতাল কর্মী পর্যন্ত সকলেই এই ঘটনায় খুশি৷   জানা গিয়েছে, বর্তমানে AB গ্রুপের রক্ত নেই লালবাগ মহকুমা হাসপাতালে। তাই চিন্তায় পড়ে গিয়েছিলেন রোগীর আত্মীয়েরা৷ কিন্তু ভগবানগোলার সাফিকা খাতুনের রক্তের  প্রয়োজন দেখা দিলে সুপার জানতে পারেন এবং স্বেচ্ছায় এসে রক্তদান করে গিয়েছেন।

আরও পড়ুন :  এই পরিবারের সদস্যরা রাঁধেন তেলেঙ্গানায়, স্নান করেন মহারাষ্ট্রে

রোগীর বাবা সাবের আলি জানান, প্রসব যন্ত্রণা নিয়ে আমার মেয়ে ভর্তি হয়। এখনও অবস্থা সঙ্কটজনক৷ রক্তের প্রয়োজন দেখা দিয়েছিল তখনই হাসপাতাল সুপার নিজে এসে রক্তদান করলেন।কৌশিক অধিকারী

Published by:Rachana Majumder
First published:

Tags: Blood Donation