মুর্শিদাবাদ: শুক্রবার থেকেই শুরু হয়েছে রমজান মাস। রোজার মাসে বরাবরই ফলের চাহিদা বেড়ে যায়। যে কারণে কিছুটা দামও বাড়ে। কিন্তু এত দামে মাথায় হাত সকলের।
মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় ফলের বাজার আগুন, ফলে মাথায় হাত সাধারণ মানুষের। একটি ছোট সাইজের আনারস দেড়শো টাকা। সিঙ্গাপুরি কলার ডজন ৬০ টাকা। আপেল ৫০টাকা কিলো। মুসাম্বির লেবু ২০টাকা প্রতি পিস। ফলে হাত দিলে দামের ছ্যাঁকা খেতে হচ্ছে মুর্শিদাবাদ জেলার মানুষদের।আরও পড়ুন: রাষ্ট্রপতির পূর্ণাবয়ব মূর্তি গড়লেন নারায়ণগড়ের শিল্পী সুধীর মাইতি
ফলের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। শুক্রবার সেখানে পাকা পেঁপের কেজি ছিল ৮০ টাকা। বেদানা ১৪০ টাকা, আঙুর ১০০ থেকে শুরু। তুলনায় তরমুজ কিছুটা সস্তা, ৩৫ টাকা কেজি। সেখানেই দেখা গেল কেরলের আম বিক্রি হচ্ছে। ২৫০ টাকা কেজি। ইফতারির অপরিহার্য খেজুরের দামও বেড়েছে। একদম সাধারণ খেজুর শুরু ১৫০ থেকে। শুকনো ভাল খেজুর ২৫০ থেকে ৬০০ টাকা কেজি।এই দাম বৃদ্ধির পিছনে লুকিয়ে রয়েছে জ্বালানির দাম বৃদ্ধি। এক ফল ব্যবসায়ীর কথায়, তেলের দাম লাগাতার বাড়ার জন্য ফলের দাম বেড়েছে। তবে ক্রেতাদের কথায়, এত ফলের দাম বৃদ্ধি হলে জনগনকে সমস্যায় পড়তে হবে।
কৌশিক অধিকারীনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshidabad, Murshidabad news