হোম /খবর /মুর্শিদাবাদ /
হাত সাফাই এমনই যা করে শ্রীঘরেই যেতে হল ঘর জামাইকে

Murshidabad News: হাত সাফাই এমনই যা করে শ্রীঘরেই যেতে হল ঘর জামাইকে

গৃহস্থের বাড়িতে তান্ত্রিক সেজে এসে সোনা নিয়ে পালাতে গিয়েই এক যুবককে আটকে রাখে গ্রামের বাসিন্দারা। পরে ওই যুবক সোনা নিয়ে চম্পট দেওয়ার আগেই গ্রামবাসীদের হাতে ধরা পরল ওই যুবক। 

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের অন্তর্গত তালোঞা গ্রামে প্রতারণার অভিযোগে এক তান্ত্রিক সহ আরও দুই যুবককে আটকে রাখল গ্রামের বাসিন্দারা। জানা যায়, গৃহস্থের বাড়িতে তান্ত্রিক সেজে এসে সোনা নিয়ে পালাতে গিয়েই এক যুবককে আটকে রাখে গ্রামের বাসিন্দারা। পরে ওই যুবক সোনা নিয়ে চম্পট দেওয়ার আগেই গ্রামবাসীদের হাতে ধরা পরল ওই যুবক। এবং পরে তাকে ঘরের মধ্যে আটকে রাখে গ্রামবাসীরা।

মুর্শিদাবাদের বড়ঞা থানার তালোঞা গ্রামে সেই তান্ত্রিক ঘর জামাই থাকতেন। এই প্রতারণার ঘটনায় তান্ত্রিক-সহ আরও দু'জনকে আটক করেছে বড়ঞা থানার পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত ওই তান্ত্রিকের নাম জগন্নাথ কর্মকার। হুগলি জেলার রিষড়ার বাসিন্দা জগন্নাথ। বড়ঞার তালোঞা গ্রামের এক যুবতীর সঙ্গে তারাপীঠে ওই তান্ত্রিকের পরিচয় হয়। পরিচয় হওয়ার পর একে অপরের সঙ্গে প্রণয়ের সম্পর্ক জড়িয়ে পড়েন তাঁরা, দুজনে বিয়েও করে। বিয়ের পরই জগন্নাথ কর্মকার সোজা বড়ঞা তালোঞা গ্রামে শ্বশুরবাড়িতে এসে ওঠেন। আর ওখানেই ঘরজামাই হিসেবে থাকতে শুরু করেন।

আরও পড়ুন: চাষের সময় হঠাৎ পাওয়ার টিলার খারাপ হলে কী করবেন? কৃষকদের দেওয়া হচ্ছে মেকানিকের প্রশিক্ষণ

পরিবারের দাবি, এরপরই শ্বশুরবাড়ির কিছু লোকজনের রোগ ভাল করে দেওয়ার নামে নিজেকে তান্ত্রিক পরিচয় দিয়ে সোনার গয়না হাতিয়ে নিয়ে সোজা তারাপীঠের পুরনো আস্তানাতে পালিয়ে যান অভিযুক্ত। ঘটনার কথা জানতে পেরেই মঙ্গলবার রাতে পরিবারের লোকজন তারাপীঠ থেকে ওই অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিস জানিয়েছে, অভিযুক্ত-সহ দুই জনকে আটক করা হয়েছে। যদিও অভিযুক্ত তান্ত্রিক তথা ঘরজামাই জগন্নাথ কর্মকার নিজে অপরাধ স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। তবে গ্রামের জামাই বাবা জীবনের এ হেন কর্মকাণ্ডে হতবাক গ্রামের বাসিন্দারা।

কৌশিক অধিকারী

Published by:Pooja Basu
First published:

Tags: Berhampore, Murshidabad, Robbery