#বহরমপুরঃ রবিবার রাতে, মুর্শিদাবাদের বহরমপুর সংলগ্ন সৈদাবাদ সবুজ সংঘের মাঠ এলাকায় সকেট বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, যা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। জানা গেছে, বহরমপুর পৌরসভার অন্তর্গত ৫নং ওয়ার্ডে রাজগঞ্জ মোড়ে একটি তাজা সকেট বোমার বিস্ফোরণ ঘটে। শহরে সকেট বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা। ওই এলাকা থেকে উদ্ধার হয়েছে সকেট বোমার খোল। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই জানা গেছে। বোমা বিস্ফোরণের মুহূর্তের ঘটনা সিসিটিভি ক্যামারায় ধরা পড়েছে।
সম্প্রতি, বহরমপুর শহরে ধারালো অস্ত্র দিয়ে ছাত্রী খুন ও তার ক'দিনের মধ্যেই এই বোমা বিস্ফোরণ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহরে। স্বভাবতই শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে মানুষ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ প্রশাসন। বোমা বিস্ফোরণের পর আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে খবর, রাত সাড়ে আটটা নাগাদ বোমা ফাটার বিকট আওয়াজের শব্দ শুনতে পান এলাকাবাসীরা। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। কী কারণে এই এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল তার তদন্তে নেমেছে বহরমপুর থানার পুলিশ। গত এক সপ্তাহ আগে, সোমবার সন্ধ্যায় বহরমপুরের গোরাবাজারে সূর্য সেন রোডে, প্রকাশ্যে নিজের প্রেমিকাকে খুন করে সুশান্ত চৌধুরী। তার পরে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন শহরের মহিলারা। রবিবার রাতে ফের বোমা বিস্ফোরণের ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়তেই আতঙ্কিত গোটা শহরবাসী। পুলিশের নিরপেক্ষতা দাবি করেছেন শহরবাসী।
Koushik Adhikaryনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Berhampore, Bomb Blast, Murshidabad