কান্দিঃ প্রতিদিন বেড়ে চলেছে পথ দুর্ঘটনা। কখনও বেপরোয়া গতি, আবার কখনও বা আঠারো বছরের নীচে কিশোরদের হাতে থাকছে মোটর বাইকের চাবি। যার জেরেই প্রাণ যাচ্ছে অনেকের। হেলমেট বিহীন ভাবে মোটর বাইক চালানোর জন্যও প্রাণ যাচ্ছে অনেকের। এলাকার মানুষকে ট্রাফিক সচেতনতার বার্তা দিতে \"সেফ ড্রাইভ সেভ লাইফ\" কর্মসূচি পালন করা হল মুর্শিদাবাদ জেলার কান্দিতে। কান্দির মহকুমা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা ও মহকুমার একাধিক বিধায়কের উপস্থিতিতে কান্দি হ্যালিফক্স মাঠ থেকে একাধিক ট্যবলো ও পোষ্টার নিয়ে শোভাযাত্রা করা হয় শহরের রাস্তায়। কান্দি বাসস্ট্যান্ডে এসে শোভাযাত্রা শেষ হয়। সেখানে কান্দি পৌরসভার পক্ষ থেকে ৭০ জন বাইক চালককে হেলমেট প্রদান করা হয়।
আরও পড়ুনঃ Murshidabad: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের
কান্দি থানার আইসি সুভাষ ঘোষ ও কান্দির SDPO সাগর রাণার উদ্যোগে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কান্দি, বড়ঞা ও খড়গ্রাম বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার, জীবন কৃষ্ণ সাহা, আশীষ মার্জিত, কান্দির পৌরপিতা জয়দেব ঘটক সহ একাধিক বিশিষ্ট জন। পাশাপাশি কান্দি শহরের বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা সহ একাধিক সংগঠন এই পদযাত্রায় শামিল হয়ে ছিলেন। কান্দির মহকুমা শাসক নবীন কুমার চন্দ্রা বলেন, সাধারণ মানুষের মধ্যে পথ নিরাপত্তা সপ্তাহ সুনিশ্চিত করতে ও সচেতনতার বার্তা দিতে এই পদযাত্রা আয়োজন করা হয়। যারা মোটর বাইক চালাবেন তাঁরা যেন অতি অবশ্যই হেলমেট পড়ে বাইক চালান। কান্দির SDPO সাগর রাণার কথায়, কান্দি মহকুমা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সাধারণ মানুষ কে সচেতনতার বার্তা দিতেই এই পদযাত্রা করা হল। আগামী দিনে মানুষের কাছে আবেদন করব নিজের প্রাণ বাঁচান, মোটর বাইক চালান।
KOUSHIK ADHIKARYনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kandi, Murshidabad