মুর্শিদাবাদঃ মঙ্গলবার সকালে বহরমপুর থানার আখের মিলের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন ১৬ জন স্কুল পড়ুয়া। আহতরা সকলেই সারগাছি রামকৃষ্ণ মিশনের প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, বহরমপুরে বিভিন্ন এলাকা থেকে সারগাছি রামকৃষ্ণ মিশনে যাচ্ছিল একটি বাস ভর্তি স্কুলের ছাত্ররা। আর তখনই বহরমপুর থানার আঁখের মিলের কাছে একটি লরি এসে ওই স্কুলের বাসে ধাক্কা মারে। ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন ১৬ জন পড়ুয়ারা। তাঁদের সকলকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
আহত এক স্কুল ছাত্রের মা জানান, ‘মঙ্গলবার সকালে অন্যান্য দিনের মতোই স্কুল যাচ্ছিল বাসে করে পড়ুয়ারা। প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির ছাত্ররা ছিল বাসে। আমাদের কে হঠাৎই ফোন করে জানানো হয় বহরমপুরের আঁখের মিলের কাছে বাস ও লরির সংঘর্ষ ঘটে। বাসে আমাদের সন্তানরা ছিল। আমরা সরাসরি হাসপাতালে এসে পৌঁছায়। পড়ুয়ারা । বর্তমানে সকলের চিকিৎসা চলছে হাসপাতালে। তবে দুইজন পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক আছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ ।
কৌশিক অধিকারীনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident