#মুর্শিদাবাদ: আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগে এবার অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘিরে বিক্ষোভ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কর্মী।
গোটা মুর্শিদাবাদ জেলাজুড়ে আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে ভুড়ি ভুড়ি। এবার আবাস যোজনার সার্ভের কাজে গেলে কাটমানি নেওয়ার অভিযোগে অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী। ভগবানগোলার মহম্মদপুর অঞ্চলের পাইকপাড়া এলাকার ঘটনা। এর জেরে সাময়িকভাবে উত্তেজনা ছড়ায় সংশ্লিষ্ট এলাকায়। অবশষে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভগবানগোলা থানার পুলিশ।
গ্রামবাসীর অভিযোগ, আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা ঠিকমতো সার্ভের কাজ করছেন না। ২০১৮ সালের তালিকায় যাঁদের নাম আছে ও যাঁরা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য, তালিকা থেকে তাঁদেরই নাম বেছে বেছে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আবার যাঁদের পাকা দোতলা বাড়ি রয়েছে, তাঁদের নাম তালিকায় রাখা হয়েছে। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা কাটমানি নিয়েই তাঁদের নাম তালিকায় ঢুকিয়ে দিচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীর।
বিক্ষোভকারী হকদার শেখ বলেন, "অঙ্গনওয়াড়ি কর্মীরা এলাকায় সার্ভে করতে আসলেই পঞ্চায়েত সদস্যেরা অন্য বাড়ি দেখাতে নিয়ে চলে যায়। ঠিকমতো সার্ভের কাজ হচ্ছে না। যাঁরা ভাঙা টালির ঘরে থাকছেন, তাঁরা ঘর পাচ্ছেন না।"
বিক্ষোভকারী সাইমুদ্দিন শেখ বলেন,"২০১৮ সালের তালিকায় আমার নাম ছিল। কিন্তু পাকা বাড়ি না থাকা সত্ত্বেও আমার নাম কেটে দেওয়া হয়েছে। আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা টাকার বিনিময়ে যাঁদের ঘর রয়েছে, তাঁদের নাম তালিকায় ঢুকিয়ে দিচ্ছে। আমরা এর বিচার চাই। আমরা বিডিও অফিসে অভিযোগ জানাব।"
যদিও এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি ওই অঙ্গনওয়াড়ি কর্মীর। অঙ্গনওয়াড়ি কর্মী শাকিলা খাতুন দাবি করেন, "আমাকে মিথ্যা অভিযোগে এইভাবে হেনস্থা করা হচ্ছে। বিভিন্ন এলাকায় গার্ভের কাজে গিয়ে আমরা এইভাবে অপদস্থ হচ্ছি।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।