হোম /খবর /মুর্শিদাবাদ /
কাজ সেরে আর বাড়ি ফেরা হল না! মাঝপথেই সব শেষ, ভয়ঙ্কর দূর্ঘটনা মুর্শিদাবাদে

Murshidabad Accident: কাজ সেরে আর বাড়ি ফেরা হল না! মাঝপথেই নেমে এল শোকের ছায়া, ভয়ঙ্কর দূর্ঘটনা মুর্শিদাবাদে

কান্দিতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় প্রাণ গেল একজনের, আহত আরও দুজন।

কান্দিতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় প্রাণ গেল একজনের, আহত আরও দুজন।

কান্দিতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় প্রাণ গেল একজনের, আহত আরও দুজন।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মুর্শিদাবাদঃ কান্দিতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় প্রাণ গেল একজনের ।আহত হল আরও দুইজন। পুলিশ জানিয়েছে মৃতের নাম কালু কাহার। বাড়ি শিউলি গ্রামে।জানা গিয়েছে, কাটোয়া-কান্দি রাজ্য সড়কের উপর কান্দির দোহালিয়া বাইপাসে হনুমান মন্দিরের সামনে দুটি পিক আপ ভ্যানের সংঘর্ষে আহত হয়েছে মোট দুই জন এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক ব্যক্তির। জানা গিয়েছে নির্মাণ কাজ শেষ করে পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি৷ পথে এই পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় আরও একটি পিকআপ ভ্যানের, এবং তাতেই দিলীপ মন্ডল নামের শিউলি গ্রামের বাসিন্দা এবং প্রসেনজিৎ বাগদী নামের চৌকি গ্রামের বাসিন্দা গুরুতর আহত হন। এই দূর্ঘটনার কারণে দূর্ভাগ্যজনক ভাবে  শিউলি গ্রামের বাসিন্দা কালু কাহার নামের এক ব্যক্তির মৃত্যু হয়।

আরও পড়ুন: ৮ বছরের মেয়েকে শ্বাসরোধ করে খুন করল সৎ মা, মুর্শিদাবাদে চাঞ্চল্যকর ঘটনা

ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, ঘটনাস্থলেই কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। এবং আহত দুই জনকে উদ্ধার করে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। সেখানেই দিলীপ মন্ডল নামের ওই ব্যক্তিকে ভর্তি করে নেন কান্দি মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা।  কালু কাহারের অবস্থা সংকটজনক হওয়ায় তাঁকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন।

অন্যদিকে, কালু কাহারের মৃতদেহ কান্দি থানার পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। সামগ্রিক ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে কান্দি থানার পুলিশ। তবে কাজ সম্পন্ন করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যুর জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে ।

কৌশিক অধিকারী

Published by:Ankita Tripathi
First published:

Tags: Murshidabad news, Road Accident