#মুর্শিদাবাদঃ শুক্রবার রাতে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার ডোমকলে (Domkal) বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির। আহত হয়েছেন মোট আট জন। শুক্রবার সন্ধ্যায় সাগরপাড়া থানার গোদাগাড়ী এলাকায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে একজনের। পুলিশ জানিয়েছে মৃতের নাম, বিনয় সরকার (৭২)। জানা গিয়েছে, বৃষ্টির মধ্যে ওই ব্যক্তি মাঠে ছিলেন। সেই সময় বজ্রপাত হলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। সাগরপাড়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
আরও পড়ুন: দক্ষিণে বর্ষা প্রবেশেই আমূল আবহাওয়া বদল, আজ ফের কাঁপিয়ে ঝড়-বৃষ্টি জেলায় জেলায়, রইল Update...
অন্যদিকে, বজ্রপাতে আহত হয়েছেন মোট আটজন। জানা গিয়েছে ইসলামপুর থানার মেলানপুর এলাকায় বজ্রপাতে আহত হয়েছেন একই পরিবারের তিনজন। আহতদের নাম মান্নান হোসেন, সোহাগী বিবি, মেহবুব হাসান। পরিবার সূত্রে জানা গেছে বৃষ্টির সময় বাড়ির বারান্দায় বসে ছিলেন তারা। সে সময় বাড়ির উঠোনে বাজ পড়ে আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে গোধনপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। পাশাপাশি ইসলামপুরের সাহরপাড়া এলাকায় বজ্রপাতে আহত হন সেলিনা বিবি নামের এক মহিলা।
রানীনগর থানার (Raninagar) শেখপাড়া ও ডেপুটি পাড়া এলাকায় বজ্রপাতে আহত হয়েছেন জ্যোৎস্না বিবি, আঙ্গুরা বিবি। রাণীনগরের পানিপিয়া এলাকায় বজ্রপাতে আহত হন ফিরোজা বিবি নামের এক মহিলা। আহত ফিরোজা বিবিকে উদ্ধার করে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে ডোমকল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা যায়। পাশাপাশি, ডোমকল (domkal) থানার পাইকমারী এলাকায় বজ্রপাতে আহত হয়েছেন আরজিনা খাতুন নামের এক মহিলা। তাঁকে উদ্ধার করে গোধনপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshidabad