মুর্শিদাবাদ: কলকাতা ও দিল্লিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের। গাজিয়াবাদে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক পরিযায়ী শ্রমিকের। পরিবার সূত্রে জানা যায়, মৃত পরিযায়ী শ্রমিকের নাম সমীর মন্ডল ( ৩৪)। বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রাম এলাকায় মৎস্যজীবী পাড়া।
প্রায় দুই মাস আগে দিল্লির গাজীয়াবাদে রাজমিস্ত্রি কাজে যায় ওই শ্রমিক। আগামী মাসে ২ তারিখ বাড়ি আশার কথা ছিল, কিন্তু তার বাড়িতে খবর আসে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়েছে সে। সহকর্মীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাড়িতে মৃত্যুর খবর এসে পৌঁছাতে কান্নায় ভেঙ্গে পরে পরিবারের লোকজন।
আরও পড়ুন- ভোট দিয়ে বেরোলেই ভোটারদের দোকানে পাঠাচ্ছে বিজেপি, তারপর...তৃণমূলের বিস্ফোরক অভিযোগ
পরিবারের দাবি, এখানে কোনও রকম কাজ না পেয়ে ভিন রাজ্য কাজে যায়। জব কার্ডের জন্য বহু বার আবেদন করেও জব কার্ড হয়নি। রাজ্যে কাজ নেই বলে সংসার চালাতে ভিন রাজ্যে কাজে গিয়েছিল বলে অভিযোগ পরিবারের।
পাশাপাশি, কলকাতায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের এক যুবকের। মুর্শিদাবাদের সামসেরগঞ্জের অন্তরদীপা গ্রামের বাড়িতে মৃত্যু সংবাদ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। মৃত যুবকের নাম জসিম শেখ(২৪)। মাত্র এক বছর আগে বিয়ে হয় যুবকের। সংসার দায়িত্ব পালন করতে বাড়ি ছেড়ে এই কাজে গিয়েছিল। মাত্র ১১ দিন আগে রাজমিস্ত্রির কাজে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরে আসার ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন- কর্মসংস্থানের নতুন দিশা! পর্যটন শিল্পে আরও কাজের সুযোগ, জেনে নিন বিস্তারিত
পরিবার সূত্রে জানা যায়, সামসেরগঞ্জের অন্তরদীপা গ্রামের যুবক জসিম শেখ। বাবা মারা গিয়েছেন বেশ কিছুদিন আগেই। তারপরেই কার্যত সংসারের দায়িত্ব কাঁধে এসে পড়ে বড় ছেলে জসিম শেখের উপর। বছর খানেক আগে বিয়েও করেছে সে। বেশ কিছুদিন বাড়িতে থাকলেও ১১ দিন আগে কলকাতার জোকা'য় রাজমিস্ত্রি কাজে গিয়েছিল সামসেরগঞ্জের যুবক জসিম শেখ। কাজে যাবার পথে আকস্মিক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জলে পরে যায় জসিম। বেশ কিছুক্ষন পর স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
কাজে গিয়ে মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই কান্নার রোল অন্তরদীপা গ্রামে। দেহ ময়নাতদন্তের পর নিয়ে আসা হবে গ্রামের বাড়িতে। বাড়ির একমাত্র রোজগেরে সন্তানের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সরকারের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshidabad, Murshidabad news