হোম /খবর /মুর্শিদাবাদ /
প্রবল তাপপ্রবাহ! আসছে না কোনও পর্যটক, সংসার চালাতে করুণ অবস্থা টাঙ্গা চালকদের

Murshidabad News: প্রবল তাপপ্রবাহ! প্রচণ্ড রোদ, আসছে না কোনও পর্যটক, সংসার চালাতে করুণ অবস্থা টাঙ্গা চালকদের

X
গাছের [object Object]

বর্তমানে তীব্র তাপপ্রবাহের জেরে কার্যত নাজেহাল মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা সহ দক্ষিণবঙ্গ । আগুনে পুড়ছে বঙ্গ। গরমের কারণে বর্তমানে পর্যটক সংখ্যা কম নবাব নগরী মুর্শিদাবাদে। তাই আক্ষেপের সুর টাঙ্গা চালকদের গলায়। 

  • Share this:

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে নবাবী শাসন অবসানের প্রায় আড়াই শতাব্দী পরেও সেই আমলের ঐতিহ্য বহন করে চলেছে প্রায় তিন শতাধিক টাঙ্গা চালক। টাঙ্গায় চেপে মুর্শিদাবাদ ঘুরতে ঘুরতে নবাবী আমলে ছোঁয়া ফিরে পেতে চান পর্যটকরা। কিন্তু বর্তমানে প্রবল সংকটে টাঙ্গা চালকেরা।

বর্তমানে তীব্র তাপপ্রবাহের জেরে কার্যত নাজেহাল মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা সহ দক্ষিণবঙ্গ। আগুনে পুড়ছে বঙ্গ। ফলে গরমের কারণে বর্তমানে পর্যটক সংখ্যা কম নবাব নগরী মুর্শিদাবাদে। তাই আক্ষেপের সুর টাঙ্গা চালকদের গলায়।

টাঙ্গা চালকেরা জানালেন, ঘোড়ার খাবারের জন্যই প্রতিদিন ২৫০-৩০০ টাকা খরচ হয়। কোভিড মহামারি পরিস্থিতির কারণে দু’বছরের বেশি সময় ধরে চরম দুর্দশার মধ্যে দিয়ে যেতে হয়েছিল টাঙ্গা চালকদের। তবে অন্য কাজ করে যা রোজগার হয় তা দিয়ে সংসারও চলছিল না।

আরও পড়ুন: অভিনব কায়দায় শিশু চুরি! জয়নগরের ঘটনায় অকুল পাথারে বাচ্চাটির বাবা-মা

গত একবছর ধরে ব্যবসা ভাল হলেও এই বছর বর্তমানে গরমের কারণে পর্যটকের সংখ্যা অনেকটাই কম। তবে গত এক বছরে সাধারণ পর্যটকের ভিড় হলেও বর্তমানে তীব্র তাপপ্রবাহের জেরে পর্যটক সংখ্যা অনেকটাই কম হাজারদুয়ারিতে। গত দুই মাস আগে ভালভাবে পর্যটক এলেও বর্তমানে পর্যটকের সংখ্যা কম বলেই দাবি টাঙ্গাচালকদের।

আরও পড়ুন: বাইপাসের ধারের হাসপাতালে হঠাৎ হাজির শুভেন্দু অধিকারী! কথা বললেন চিকিৎসকদের সঙ্গে

বর্তমানে দৈনিক গড়ে দুশো থেকে তিনশো টাকা রোজগার হচ্ছে। তাই এখন কীভাবে ঘোড়াদের লালন পালন করে সংসার চালাবেন, সেই ভেবে কুল পাচ্ছেন না টাঙ্গা চালকেরা। মুর্শিদাবাদ জেলাতে ভ্রমণ পিপাসু মানুষ ইতিহাসের টানে এলেই একবার টাঙ্গায় চেপে শহরকে উপভোগ করতে বের হন। নবাবের আমলের টাঙ্গায় চেপে ঐতিহাসিক স্থান দর্শন করতে চান অনেকেই।

কৌশিক অধিকারী

First published:

Tags: Murshidabad