মুর্শিদাবাদ: সাগরদীঘি বিধানসভা উপনির্বাচনে বাড়তি অক্সিজেন পেয়েছে কংগ্রেস। বিধানসভা উপ নির্বাচনের জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। এবার তাঁর বিরুদ্ধে তৃণমূলের নেতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে রাতভর চলল থানা ঘেরাও।
সামশেরগঞ্জের তৃণমূলের বিধায়কের নেতৃত্বে থানা ঘেরাওয়ের পাশাপাশি বিধায়ক বাইরন বিশ্বাসের নামে সামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সামশেরগঞ্জ থানায় সঞ্জয় কুমার জৈন লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার সূত্রপাত হয় সোমবার বিকেলে। অভিযোগ, সাগরদিঘির কংগ্রেসের বিধায়ক বাইরন বিশ্বাস ধুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেসের নেতা সঞ্জয় জৈনকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন।
ওই তৃণমূল কংগ্রেসের নেতার বাড়ির বাইরে গিয়েও গালি গালাজ করা হয় বলে অভিযোগ। বাইরনের গ্রেফতারির দাবিতে সোমবার সন্ধ্যা থেকেই সামসেরগঞ্জ থানার বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়। যদিও ইতিমধ্যেই গালিগালাজের অডিও ভাইরাল হয়েছে।
আরও পড়ুন, ঝাড়ুদারের জন্য ৪ লক্ষ, টাইপিস্ট ৭ লাখ! কোন পদে কত দামে চাকরি বেচতেন অয়ন?
আরও পড়ুন, দিঘাগামী বাসের সঙ্গে সংঘর্ষ, বাগনানে গাড়িতে ৩ ঘণ্টা আটকে তিন যাত্রীর দেহ
এই ঘটনার পর রাজনৈতিক পারদ তুঙ্গে। তৃণমূলের পক্ষ থেকে বায়রন বিশ্বাসের শাস্তির দাবি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshidabad