মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদে পিকনিক করতে গিয়ে মর্মান্তিক পরিণতি ঘটল এক যুবকের। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের নজরে এলে দেখা যায় মৃত অবস্থায় বাড়ির মধ্যে পড়ে আছে যুবক। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সন্তোষ ধীবর, বয়স ২৮বছর। ঘটনাটি ঘটেছে বড়ঞা থানার অন্তর্গত দুর্গী গ্রামে।জানা গিয়েছে, সন্তোষ ধীবর সোমবার রাতে মুর্শিদাবাদের চৈতপুরে গিয়েছিল পিকনিক করতে । তিনি শ্রমিকের কাজ করতেন। আর সেই বন্ধুদের সঙ্গেই পিকনিক করতে গিয়েছিলেন । সোমবার মধ্যে রাতে মৃত অবস্থায় সন্তোষ ধীবরকে বাড়ির মধ্যে ফেলে রেখে গিয়েছিল বন্ধুরা বলে অভিযোগ। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের নজরে এলে দেখা যায় মৃত অবস্থায় পড়ে রয়েছে সন্তোষ। ঘটনার জেরে বড়ঞা থানার পুলিশ কে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করেন। মঙ্গলবার সকালে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠানো হয় ।সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
আরও পড়ুন : ওটি-তে না নিয়ে বেডেই হল অপারেশন, বেনজির সিদ্ধান্ত মুর্শিদাবাদে! শেষে যা হল...
জানা গিয়েছে, মৃত সন্তোষ ধীবরের দুই সন্তান ও স্ত্রী রয়েছে। তবে কীভাবে আগামী দিনে তাঁদের সংসার চলবে তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। পরিবারের একমাত্র রোজগেরে পুরুষ ছিল সন্তোষ ধীবর বলে জানা গিয়েছে। তবে যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বড়ঞার দুর্গী গ্রামে। তবে কি কারণে এই মৃত্যু ঘটল তার প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।কৌশিক অধিকারীনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshidabad, Picnic