মুর্শিদাবাদ: রবিবার সন্ধেয় মুর্শিদাবাদ জেলার কান্দি দোহালিয়া কালী মন্দিরে দক্ষিণকালীর আর্বিভাব তিথি পালন করা হল। পাশাপাশি ১২জনকুমারী পুজো করা হল, চলল বিশেষ হোম যজ্ঞ। মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রাচীন মন্দির কান্দি দোহালিয়া কালী মন্দির। মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের দোহালিয়া কালীবাড়ি একহাজার বছর পুর্বে রাজা লক্ষণসেন ও বল্লাল সেনের আমলে এই কালীপ্রতিষ্ঠিত কান্দি দোহালিয়া কালীবাড়ি।মা এখানে ব্যাঘ্র আকৃতি রুপে দেবী কালী মা পুজিত হন।আগে জঙ্গলেরমধ্যে এই মন্দির থাকলেও এখন কাল ও নিয়মের সাথে পরিবর্তিত আধুনিক যুগের সাথে মন্দির ও তৎসংলগ্ন এলাকা আজ আধুনিক ছোঁয়া লেগেছে। মন্দিরের সেবাইতরা জানান, এক হাজার বছর আগে বল্লাল সেনের আমলে কোন এক পরিব্রাজক সন্ন্যাসী নাগাল্যান্ড থেকে নদী পথে যাওয়ার সময় এখানে বসে তপস্যাকরছিলেন।বিভিন্ন রূপে তার ধ্যান ভঙ্গ করতে থাকেন কিন্তু পরবর্তীতে ধ্যান ভঙ্গ হতেই ব্যাঘ্র রূপে মা দক্ষিণাকালী শিলা মুর্তি দেখতে পাওয়া যায় তখন থেকেই এই ব্যাঘ্র রুপে মা দক্ষিণাকালীর পুজো হয়ে আসছে ।মন্দিরের সেবাইতরা জানান, প্রতিবছর মাঘী পূর্মিমাউপলক্ষে পুজো সহ বিভিন্ন ধুম ধামের সহকারে পুজো হয়। পাশাপাশি, সারা বছর বিভিন্ন সময়ে বিভিন্ন পুজো হয়। কথিত আছে পরিব্রাজক এক সাধক এই কালী মন্দিরের গাছের তলায় তপ্যাসা চলাকালীন মা কে দেখতে পান।আরও পড়ুন : Viral Marriage: ১০০% Love! ৬ মেয়ের বাবার পছন্দ ৪১ বছরের ছোট মেয়ে, ৬৫ বছরে বিয়ে ২৪-এর যুবতীকে, তারপরে প্রেম-প্রেম আর প্রেম
তখন তাকে জিজ্ঞেস করা হয় কী চাউ, তখন জানানো হয় আমি অন্ধ, চোখ অন্ধ দুর করতে কোন কিছু ব্যাবস্থা করা হোক। সেই থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন এবং এই পুকুরে চান করে গাছের শিকর নেন এবং অন্ধ দুর হয় বলে কথিত আছে। আজ পর্যন্ত মন্দিরে পাশে পুকুরে জল মারা হয়না, একবার জল মারতে গিয়ে পুকুরে মাটি ফেটে গেছিল সেই থেকে এই পুকুরে জল এক ভাবে রাখা হয়।আরও পড়ুন : Free Doctor|| দারিদ্র আঁকড়ে ধরে পড়াশুনা, ১০ বছর ধরে বিনা পয়সায় চিকিৎসা সুন্দরবনেরবিবার সন্ধেয় বিভিন্ন জায়গা থেকে কান্দি দোহালিয়া কালী মন্দির উপস্থিত হয়েছিলেন পুজো যোগদান করতে। মুলত, ১২জন কুমারী কে নিয়ে কুমারী পুজোর আয়োজন করা হয়। চলে রাত ভোর বিশেষ পুজো পাঠ আচার অনুষ্ঠান। কৌশিক অধিকারী