হোম /খবর /মুর্শিদাবাদ /
শিক্ষকের অভাবে আসছে না পড়ুয়ারা, বন্ধের পথে স্কুল 

Murshidabad News: শিক্ষকের অভাবে আসছে না পড়ুয়ারা, বন্ধের পথে স্কুল 

X
শিক্ষকের [object Object]

Murshidabad News: স্কুলের আস্ত একটি ভবন আছে। তবে স্কুলের পড়ুয়াদের সংখ্যা মাত্র ৪জন।আর শিক্ষকের সংখ্যা মাত্র একজন। ফলে বন্ধ হওয়ার পথে কান্দি ব্লকের অন্তর্গত লাহাড়পাড়া জুনিয়র হাইস্কুল। 

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মুর্শিদাবাদঃ স্কুলের আস্ত একটি ভবন আছে। তবে স্কুলের পড়ুয়াদের সংখ্যা মাত্র ৪জন।আর শিক্ষকের সংখ্যা মাত্র একজন। ফলে বন্ধ হওয়ার পথে কান্দি ব্লকের অন্তর্গত লাহাড়পাড়া জুনিয়র হাইস্কুল। উপযুক্ত সংখ্যক শিক্ষক নেই ফলে স্কুলে পড়াশোনার জন্য অনিহা তৈরি হয়েছে। ২০১১ সালে স্কুল ভবন তৈরি করা হলেও বর্তমানে পঠন পাঠন নেই স্কুলে। তবে আছে মিড ডে মিলের ব্যবস্থা সহ সমস্ত রকম সুবিধা। কিন্তু বর্তমানে চিত্র একবারে বদলে গিয়েছে।

আরও পড়ুনঃ পোস্টমাস্টারের আত্মহত্যার পর গ্রাহকদের বিক্ষোভ বাড়ির সামনে 

মুর্শিদাবাদ জেলার বেশ কিছু বিদ্যালয়ের হাল এখন বেহাল। যে কোনও দিন স্কুল উঠে যাওয়ার আশঙ্কায় অনেকেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি বলে মত স্কুলের একমাত্র দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের।  এখন বর্তমানে শিক্ষার্থী মাত্র ৪ জন। বিদ্যালয় সরকারি তবুও প্রশাসনের কোনও হেলদোল নেই। দিনে দিনে কমেছে শিক্ষার্থীর সংখ্যা। কান্দি ব্লকের লাহাড়পাড়া জুনিয়র হাইস্কুলে ২০১১ সাল থেকে চলছে পাঠদান। আগে ঠিকঠাক চললেও বর্তমানে ভেঙে পড়েছে বিদ্যালয়ের শিক্ষা ব্যাবস্থা। যত দিন গিয়েছে, ততই কমছে শিক্ষার্থী। এই অবস্থায় হতাশায় ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরাও। বিদ্যালয় থাকলেও শিক্ষকের অভাবে ভেসতে যাচ্ছে পঠনপাঠন ব্যবস্থা।

গত প্রায় আট মাসেও সাড়া পাওয়া যায়়নি কোনও কর্মকর্তার। এমনকী বেশ কয়েক মাস পেরিয়ে গেলেও পরিদর্শনে যাননি কোনও শিক্ষা কর্মকর্তা। তবে কিছুটা দূরেই বহড়াতে দুটি স্কুল আছে ফলে সেই বিদ্যালয়ে পঠন পাঠন করতে যান বেশির ভাগ সংখ্যক পড়ুয়ারা বলেই অভিযোগ। তবে বিদ্যালয়ের বিল্ডিং আছে, টেবল বেঞ্চ সব কিছুই আছে। বর্তমানে স্কুলের ভবনের দরজা ভেঙে যাচ্ছে। তবে বর্তমানে মাত্র চারজন পড়ুয়া থাকলেও তাঁরাও আর নিয়মিত স্কুলে আসেন না বলেই দাবি করেছেন শিক্ষক। তবে, গ্রামে ফিরে আসুক বিদ্যালয়ের আগের ছন্দে পঠন পাঠন শিক্ষা ব্যবস্থা চাইছেন গ্রামের বাসিন্দারা ।

কৌশিক অধিকারী

Published by:Salmali Das
First published:

Tags: Murshidabad news