মুর্শিদাবাদ: একদিকে রোজগারের আশায় প্রতিনিয়তই গ্রাম ছেড়ে শহর ও ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন মজুরেরা। অন্যদিকে তীব্র দাবদাহ ও কাঠফাটা রোদ্দুরের কারণে অনেক শ্রমিক চাষাবাদ ছেড়ে যোগ দিচ্ছেন অন্য পেশায়। স্বাভাবিকভাবেই গ্রামে মাঠে কাজ করা মজদুরের অভাব দেখা দিয়েছে। মুর্শিদাবাদের কান্দি মহকুমা জুড়ে সেই কারণেই ব্যাপক চিন্তায় কৃষকেরা।
কান্দি মহকুমা জুড়ে ৪১- ৪২ ডিগ্রি তাপমাত্রায় কার্যত হাঁসফাঁস অবস্থা মানুষের। সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন সোনালী ফসলের কারিগর ধান চাষিরা। মাঠে ভরা বোরো ধান তুলতে গরমে নাজেহাল অবস্থা হচ্ছে কৃষকদের। মাঠে ধান কাটা, বাঁধা থেকে শুরু করে বস্তাবন্দী করা পর্যন্ত বহু শ্রমিকের প্রয়োজন হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শ্রমিকের ব্যাপক অভাব গোটা গ্রামে। এদিকে যে-কোনও সময়ে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড়-বৃষ্টি। সেই আশঙ্কায় কৃষকেরা মাঠের ধান ঘরে নিয়ে যেতে তোরজোড় শুরু করেছেন। কিন্তু মজদুর কোথায়? মাথাপিছু ৩০০ বা ৩৫০ টাকা দিয়েও মিলছে না দৈনিক দিন মজুর।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshidabad