হোম /খবর /মুর্শিদাবাদ /
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করেছিল স্ত্রী, তারপর যা হল, ভয়ে কেঁপে উঠবেন

Murshidabad News: স্বামীর পরকীয়ার প্রতিবাদ করেছিল স্ত্রী, তারপর যা হল, ভয়ে কেঁপে উঠবেন

স্বামীর জীবনে অন্য মহিলা, গর্জে উঠেছিল স্ত্রী, পরিণতি হল মর্মান্তিক

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মুর্শিদাবাদ: বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদে এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার ডুবো পাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়,  মৃত গৃহবধূর নাম শিবানী মণ্ডল (২২)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে হয় শিবানীর। দম্পতির একটি দেড় বছরের কন্যা সন্তান রয়েছে। মৃতার পরিবারের অভিযোগ, শিবানীর স্বামী অন্য এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হতেই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। মাঝে মধ্যেই শিবানীকে মারধর করা হত বলে অভিযোগ। এর আগেও অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। মৃতার পরিবারের অভিযোগ, কন্যা সন্তান জন্ম দেওয়ার পর অশান্তি আরও বাড়তে থাকে। শুক্রবার বিকেলে শিবানীর স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে মারধর করে বিষ খাইয়ে দেয় বলে অভিযোগ। গুরুতর অসুস্থ অবস্থায় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ।

মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার দুপুরে দেহ ময়না তদন্ত করা হয় কান্দি মহকুমা হাসপাতালের মর্গে। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

কৌশিক অধিকারী

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Murshidabad