হোম /খবর /মুর্শিদাবাদ /
এক স্প্রেতেই সর্বশান্ত গোটা পরিবার, চাঞ্চল্যকর ঘটনা বহরমপুরে

Murshidabad News: এক স্প্রেতেই সর্বশান্ত গোটা পরিবার, চাঞ্চল্যকর ঘটনা বহরমপুরে

X
এক [object Object]

Murshidabad News‍|| বহরমপুর শহরের ইন্দ্রপ্রস্থ এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা নজরে আসে শুক্রবার সকালে। স্প্রে দিয়ে সকলকে অচৈতন্য করে সর্বস্ব লুঠ করা হয়েছে তালা ভেঙে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মুর্শিদাবাদঃ বহরমপুর শহরের ইন্দ্রপ্রস্থ এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা নজরে আসে শুক্রবার সকালে।পরিবারের অভিযোগ, প্রায় পাঁচ বছর ধরে সোমনাথ দাসের বাড়িতে ঘর ভাড়া নিয়ে থাকতেন সংযুক্তা ঘোষ। বৃহস্পতিবার রাতে নিজের ঘরে সন্তান কে নিয়ে ঘুমিয়ে ছিলেন সংযুক্তা ঘোষ। তাঁর অভিযোগ, রাতে জানালা দিয়ে কিছু একটা স্প্রে করা হয়েছিল তারপরেই অচৈতন্য হয়ে পড়েন তিনি ও তাঁর সন্তান।

শুক্রবার সকালে পরিচারিকা বেল দিয়ে ডাকতে গিয়ে দেখেন অচৈতন্য অবস্থায় আছেন সংযুক্তা ঘোষ ও তাঁর পরিবার। তারপরেই জানতে পারা যায়, সর্বস্ব লুঠ করা হয়েছে তালা ভেঙে। একতলা ছাড়াও বাড়ির মালিক না থাকার সুবাদে দ্বিতলার সমস্ত কিছুই চুরি করা হয়েছে।  বাড়ির মালিকের সোনার গয়নাও চুরি গিয়েছে। পাশাপাশি, বেশ কিছু নগদ অর্থ চুরি গিয়েছে বলে অভিযোগ করেছেন ভাড়াটিয়া সংযুক্তা ঘোষ।

আরও  পড়ুন: রঘুনাথগঞ্জে তড়িতাহত হয়ে মর্মান্তিক পরিনতি যুবকের

আরও  পড়ুন:  মাধ্যমিকের আগে অঙ্ক পরীক্ষার ভয় দূর করুন, রইল শেষ মুহূর্তের টিপস

এলাকার বাসিন্দারা জানান, এই ঘটনার পর আতঙ্কিত তাঁরা সকলেই। গ্রীল ভেঙে ভিতরে ঢুকে বাড়িতে চুরি করা হয়েছে ।ফলে নিরাপত্তা হিনতায় ভুগছেন সকলেই। জনবহুল এলাকায় এই ভাবে চুরির ঘটনায় পুলিশের সঠিক তদন্তের দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ। পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে ।খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ। এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় শুক্রবার সকালে বহরমপুর ইন্দ্রপ্রস্থ এলাকায়।

কৌশিক অধিকারী

Published by:Salmali Das
First published:

Tags: Murshidabad, Theft