মুর্শিদাবাদ: হাসপাতাল চত্বরেই সরকারি ডাক্তারের রয়েছে নিজস্ব চেম্বার। সেখানেই চলছে রোগী দেখা। শুধু তাই নয় টাকার বিনিময়ে চলছে সরকারি পরিষেবা সহ রমরমিয়ে চলছে রক্তের কালোবাজারি কারবার।
মুর্শিদাবাদের বড়ঞা গ্রামীন হাসপাতালের চিকিৎসক ডাক্তার দীনেশ গায়েনের বিরুদ্ধেই উঠল এমনই অভিযোগ। অভিযোগ অনুযায়ী হাসপাতালে গিয়ে দেখা গেল, কর্মরত অবস্থায় ডাক্তার চিকিৎসা করছেন হাসপাতাল চত্বরেই সরকারি একটি ভবনে। তবে চিকিৎসার বিনিময়ে টাকা পয়সা নেওয়ার কথা মিথ্যা বলে দাবি করেছেন ওই চিকিৎসক সহ অন্যান্য রোগীরা।
যদিও স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল কর্তৃপক্ষ সহ রোগীদের মুখ থেকে জানা যায়, যে বেসরকারি ল্যাব ব্যবসায়ী ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন আসল দালাল হচ্ছেন তিনি নিজেই। অবৈধভাবে তিনি হাসপাতাল এলাকায় তৈরি করেছেন বেসরকারি প্যাথলজিক্যাল ল্যাব। সেখানেই নিজের প্রভাব খাটিয়ে রোগী নেওয়ার চেষ্টা করে অভিযুক্ত এই ল্যাব ব্যবসায়ী বলে অভিযোগ।
হাসপাতালে বিরুদ্ধে আরও অভিযোগ যে, রক্তসহ একাধিক পরীক্ষা কেন্দ্র গুলিতে দালালে ভরে উঠেছে। বড়ঞা গ্রামীণ হাসপাতাল বাইরে থেকে আসা বিভিন্ন রোগীরা এই দালালদের খপ্পরে পড়ছেন। এমনকি একাধিক গাফিলতির কথা বলেছেন রোগী থেকে রোগী পরিবারের লোকজনেরা। তবে দালালদের এই রমরমিয়ে চলা কালো বাজারে খবর নাকি জানে না পুলিশ প্রশাসন। যদিও বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন, এখনই দুর্ভোগ শেষ নয়, বর্ধমান-হাওড়া বহু লোকাল বন্ধ থাকবে অনেকদিন! কবে পর্যন্ত?
আরও পড়ুন, 'মুখরক্ষা' করতেই এমন করলেন শুভেন্দুরা? রাজ্যপালের ভাষণে স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন
যদিও বেশ কয়েকবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এই দালালদের বিরুদ্ধে। তারপরেও চলছে হাসপাতালে রমরমিয়ে দালাল রাজ।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hospital, Murshidabad