হোম /খবর /মুর্শিদাবাদ /
পঞ্চায়েত নির্বাচন ‌এগোচ্ছে ...মুড়ি মুড়কির মতো মিলছে বোমা!

Murshidabad News: পঞ্চায়েত নির্বাচন ‌এগোচ্ছে ...মুড়ি মুড়কির মতো মিলছে বোমা!

X
সামশেরগঞ্জে [object Object]

মুর্শিদাবাদ জেলাতে ফের উদ্ধার হল তাজা বোমা।পঞ্চায়েত ভোটের আগে আমবাগান থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার। বুধবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের যাদবনগরে। 

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলাতে ফের উদ্ধার হল তাজা বোমা।পঞ্চায়েত ভোটের আগে আমবাগান থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার। বুধবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের যাদবনগরে। বোমা উদ্ধারের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছে সামশেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। কে বা কারা বোমাগুলো আমবাগানে রেখেছে তার তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে. মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার অন্তর্গত, যাদবনগর আমবাগানে থেকে একটি ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। যদিও ব্যাগের মধ্যে ঠিক কতগুলো বোমা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। গ্রামীন এলাকার মধ্যে আমবাগানে বোমা ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন -  Murshidabad News:পাচারের আগেই উদ্ধার লক্ষ লক্ষ টাকার জাল নোট! পুলিশের জালে চার

সামনেই পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই সুষ্ঠু ও অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করা হয়েছে সাগরদিঘি বিধানসভা উপ নির্বাচনে। ফলে এই বোমা কি পঞ্চায়েত নির্বাচনের জন্যই মজুত করে রাখা হয়েছিল নাকি এর পিছনে গ্রামীণ অন্য কোনও কারণ আছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। গত ১০ ফেব্রুয়ারি সামসেরগঞ্জে বোমাবাজির ঘটনা ঘটে। মদ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের গণ্ডগোলে উত্তপ্ত হয়ে ওঠে সামসেরগঞ্জের উত্তর অন্তরদীপা গ্রাম।

আরও পড়ুন - Murshidabad News: পাচারের আগেই পুলিশের জলে ২ দুষ্কৃতী, উদ্ধার বিপুল ঘড়ি ও মোবাইল হ্যান্ডসেট

গণ্ডগোলের একপর্যায়ে বোমাবাজি করা হয় বলেও অভিযোগ। সেই দিন রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বোমাবাজির ঘটনায় কেউ জখম না হলেও এলাকায় চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে। সেইদিন রাতে অন্তরদীপা গ্রাম থেকে চারটি তাজা বোমা উদ্ধার করে সামসেরগঞ্জ থানার পুলিশ। ঘটনার পর এলাকায় বসানো হয় পুলিশ পিকেট। পরে বোমা নিষ্ক্রিয় করা হয়। তবে নতুন করে আবারও বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

Kaushik Adhikay

Published by:Debalina Datta
First published:

Tags: Murshidabad, Panchayat Election 2023