হোম /খবর /মুর্শিদাবাদ /
মেয়ের বিয়ের টাকা-গয়না ছিল আলমারিতে, আচমকা আগুনের গ্রাসে সব শেষ!

Murshidabad News: মেয়ের বিয়ের টাকা-গয়না ছিল আলমারিতে, আচমকা আগুনের গ্রাসে সব শেষ!

X
অগ্নিকাণ্ড [object Object]

Murshidabad News: মেয়ের বিয়ের জন্য টাকা রাখা থাকলেও সেই টাকা-সহ আলমারি পুড়ে যাওয়ার কারণে মাথায় হাত পরিবারের। 

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের ভগবানগোলাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল পরপর চারটি বাড়ি। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। মেয়ের বিয়ের জন্য টাকা রাখা থাকলেও সেই টাকা-সহ আলমারি পুড়ে যাওয়ার কারণে মাথায় হাত গৃহস্থের। কীভাবে মেয়ের বিয়ে দেবেন বুঝে উঠতে পারছেন না আয়েশা বিবি।

ভগবানগোলার মহম্মদপুর বাহাদুরপুর রশিদ কাজী পাড়া বাধপুল এলাকায় আগুনে ভস্মীভূত হয় একই পরিবারের চারটি বাড়ি। ঘটনাটি ঘটে, বৃহস্পতিবার সন্ধ্যায়। আগুনের ফলে বাড়িতে থাকা সমস্ত কিছু আগুনে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় ভগবানগোলা থানার পুলিশ। এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় । দমকলে খবর দেওয়া হলেও দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছয় আগুন নিয়ন্ত্রণে আসার পরে।

আরও পড়ুন: কয়েক ঘণ্টার কালবৈশাখীতে মারাত্মক পরিস্থিতি হুগলিতে, বিদ্যুৎহীন বিরাট এলাকা

আরও পড়ুন: মশার ধূপের ধোঁয়ায় দমবন্ধ, ঘুমের মধ্যেই মর্মান্তিক মৃত্যু ৬ জনের! দিল্লিতে চাঞ্চল্যকর কাণ্ড

পরিবারের লোকজনের দাবি, কেউ ইচ্ছে করেই আগুন লাগিয়ে দিয়েছে এই গ্রামে। মেয়ের বিয়ের জন্য বাড়িতে থাকা নগদ টাকা-সহ সোনার গয়না রাখা ছিল আলমারির মধ্যে। সব কিছুই আগুনে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান। সাংসদ আবু তাহের খান ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন এবং আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার বার্তাও দেন তিনি। তবে গ্রামের বাসিন্দারা জানান, ভগবানগোলা-সহ এলাকায় যদি দমকল বাহিনী থাকত তাহলে হয়তো অতিদ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হত।

কৌশিক অধিকারী

Published by:Raima Chakraborty
First published:

Tags: Fire Accident, Murshidabad news