হোম /খবর /মুর্শিদাবাদ /
হরিহরপাড়ায় টাকা আত্মসাৎ পোষ্ট মাষ্টারের! আত্মহত্যার পথ বেছে নিলেন পোষ্ট মাষ্টার

Murshidabad News: পোস্টমাস্টারের আত্মহত্যার পর গ্রাহকদের বিক্ষোভ বাড়ির সামনে 

Murshidabad News: পোস্ট মাষ্টারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ 

Murshidabad News: পোস্ট মাষ্টারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ 

ঋনের দায়ে  গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা পোস্টমাস্টারের। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার প্রতাপপুর সাব পোস্ট অফিসে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মুর্শিদাবাদ: ঋণের দায়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা পোস্টমাস্টারের। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার প্রতাপপুর সাব পোস্ট অফিসে। পুলিশ জানিয়েছে, মৃত পোস্ট মাস্টারের নাম প্রদ্যুৎ তেওয়ারি। ঘটনার জেরে গ্রাহকদের বিক্ষোভ দেখানো হল মৃতদেহের সামনে। উতপ্ত হল হরিহরপাড়া ।পরিবার সুত্রে জানা যায়, হরিহরপাড়া ব্লকের অন্তর্গত প্রতাপপুর সাব পোস্ট অফিসে অন্যান্য দিনের মতোই আসে গ্রাহকরা। বুধবার সকালে পোস্ট অফিসে মানুষ আসতেই দেখতে পায় পোস্ট মাষ্টারের ঝুলন্ত অবস্থায় আছে মৃতদেহ। ঘটনার জেরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃত উদ্ধার করে। খবর ছড়িয়ে পড়তেই এলাকার গ্রাহকেরা ভিড় করে বিক্ষোভ দেখায় পোস্ট অফিসের সামনে। মৃতদেহ ফেলে রেখে টাকা ফেরৎ এর দাবি জানিয়ে এই বিক্ষোভ প্রদর্শন করা হয় বুধবার ।

গ্রাহকদের অভিযোগ, এই সাব পোস্ট অফিসে এলাকার সমস্থ সাধারণ মানুষের টাকা সম্পুর্ন আত্মসাৎ করেছে ভুঁয়ো স্বাক্ষর ও খাতা প্রদান করে বলে অভিযোগ। খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ আসে এবং বিক্ষোভ নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। পোস্ট অফিস থেকে উদ্ধার হয়েছে ইতি মধ্যেই সুই সাইট নোট। সেই নোটে লেখা রয়েছে, আমার মৃত্যুর জন্য পরিবার দায়ী নয়, এর জন্য দায়ী এলাকার কয়েকজন। আর সুই সাইট নোট উদ্ধার করে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।

স্হানীয় বাসিন্দাদের দাবি, ঋনের দায়ে মানষিক অবসাদে ভুগছিলেন পোষ্ট মাষ্টার। অনেক গ্রাহকদের টাকা তিনি পোষ্ট অফিসে জমা দেননি। ফলে সেই টাকা আত্মসাৎ করেছিলেন। আর সেই টাকা ফেরৎ না দিতে পারার কারণেই মানষিক অবসাদে ভুগছিলেন পোষ্ট মাষ্টার প্রদ্যুৎ তেওয়ারি। আর টাকা ফেরৎ এর দাবি জানিয়ে গ্রাহকরা বিক্ষোভ দেখান বুধবার।

আরও পড়ুন: High Blood Sugar Control: রক্তে শর্করার গলা টিপে খতম! খাওয়ার ৩০ মিনিট আগে খান এই সমাগ্রী, ব্লাডসুগার শরীর থেকে ছুটি নেবে

এক গ্রাহক সাইদুল সেখ জানান, ২০০৩ সালের বই করে ১০হাজার টাকা জমা রাখি। ২০১৩ সালে ম্যাচুরিটি হয়ে গেলেও আমাকে বই ফেরৎ দেওয়া হয়নি। দশ বছর হয়ে গেলেও টাকা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন গ্রাহকরা।অন্য এক গ্রাহক জানান, আজকে পাঁচ বছর হল টাকা জমা দেওয়া হলেও সেই টাকা ফেরৎ পাওয়া যাইনি। বারবার বলা সত্ত্বেও টাকা দিতে রাজি ছিলেন না পোস্ট মাষ্টার। আগেও হেড পোস্ট অফিসে জানানো হয় বিষয়টি।

আরও পড়ুন: Tobacco: বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত তামাক গাছ! সিগারেট থেকে সব তামাকজাত দ্রব্যের বাড়তে পারে দাম! জানুন

যদিও মৃত পোস্ট মাস্টার একটি সুই সাইট নোট লিখে গেছেন। যদিও সুই সাইট নোটে পোষ্ট মাষ্টার উল্লেখ করা আছে \"আমাকে মিথ্যা ভাবে ফাঁসানো হয়েছে। আমার মৃত্যুর জন্য কেও দায়ী নয়।\"যদিও মৃতের ছেলে জানান, আমার বাবাকে ফাঁসানো হয়েছে। যদি প্রমানিত হয় টাকা আত্মসাৎ করেছে তাহলে আগামী দিনে সেই টাকা ফেরৎ দেওয়া হবে বলেও জানান মৃতার ছেলে।এআ ঘটনার জেরে তীর উত্তেজনা ছড়ায় বুধবার হরিহরপাড়ার প্রতাপপুরে। গ্রাহকদের বিক্ষোভ পুলিশ পরিস্থিতি সামাল দেয় এবং পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছেন । ঘটনার জেরে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।

কৌশিক অধিকারী

Published by:Arjun Neogi
First published:

Tags: Murshidabad news