মুর্শিদাবাদ: দুয়ারে সরকারে সৌজন্যের রাজনীতি! রাজ্য সরকারের দুয়ারে সরকার শিবিরে করতাল বাজালেন বিজেপি নেতা। রাজ্য সরকারের উন্নয়নমুখী প্রকল্পগুলির প্রচারে দুয়ারে সরকার শিবিরে বসেছে বাউল শিল্পীদের আসর আর সেই আসরেই বাউলদের সঙ্গে তালে-তাল মিলিয়ে করতাল বাজালেন মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপির সহকারি সভাপতি সুখেন বাগদী । ছবিটি মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের কুন্নরুন গ্রাম পঞ্চায়েতের মান্দ্রা হাই স্কুলে চলা দুয়ারে সরকার শিবিরে।বিধানসভা নির্বাচন থেকে একাধিক সংবাদমাধ্যম, একাধিক মঞ্চেই সুখেন বাগদীকে দেখা যায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরাতে। কিন্তু হঠাৎ কি এমন হল যে তিনিই রাজ্য সরকারের দুয়ারে সরকার শিবিরে করতাল বাজালেন? যদিও সাংবাদিকের ক্যামেরা দেখে প্রথমে নিজেকে লুকানোর চেষ্টা করেন, পরে না পেরে বলে ওঠেন, তিনি নাকি শিল্পী আর শিল্পীর পরিচয়ই তার প্রথম পরিচয়। রাজনীতিকের থেকে শিল্পী পরিচয়কে বেশি গুরুত্ব দিয়ে দেখেন তিনি, সেইদিক থেকেই দুয়ারে সরকার শিবিরে বাউলদের আসরে শিল্পী হিসাবে এসেছেন।
দুয়ারে সরকার শিবিরে বিজেপি নেতার উপস্থিতি কী কম বড় কথা ? এই সুযোগ হাতছাড়া করেননি বড়ঞার তৃণমূল বিধায়ক। বিজেপি নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখীকর প্রকল্পের প্রচারও করতে দেখা যায় বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে।কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshidabad