মুর্শিদাবাদঃ বাল্যবিবাহ রোধে স্কুল ছাত্রীদের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালার আয়োজন করা হয়েছিল বড়ঞা ব্লকের সাটিতারা এন এস উচ্চ বিদ্যালয়ে৷একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে স্কুলের ক্লাস রুমেই এই কর্মশালা আয়োজিত হয়। এলাকায় অল্প বয়সে বিয়ে হওয়া বেশ কিছু কিশোরীরা এদিন নিজেদের ভুলের কথা এবং অল্পবয়সে বিবাহের সমস্ত ঝুঁকিপূর্ণ দিক স্কুল ছাত্রীদের বোঝানো হয়। এবং তাদের মতো ভুল যাতে আর কোনও কিশোরী না করে, মূলত সেই লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন ।
আরও পড়ুন: দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গান! কবিয়ালের গান ভাইরাল নেট পাড়ায়
মুর্শিদাবাদে বাল্য বিবাহের ঘটনা প্রায়শই দেখা যায়। অভিযোগ দায়ের হয় থানাতেও। তাই সেই পরিস্থিতি মোকাবিলায় স্কুল পর্যায়ে পড়ুয়াদের সচেতনতা বাড়াতেই বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এই উদ্যোগ গ্রহণ করল। বাল্যবিবাহ রোধে প্রশাসন কঠোর মনোভাব নিলেও কিছুতেই বন্ধ হচ্ছে না বলে অভিযোগ। গ্রামীন এলাকায় নিত্যদিন চলে এই বাল্যবিবাহ ঘটনা।
আরও পড়ুন: ১৩ জনকে কামড়েছে একসঙ্গে! গোটা গ্রামজুড়ে রক্ত, কে এল মুর্শিদাবাদের এই গ্রামে?
পরিসংখ্যান বলছে নাবালিকা বিয়ের হারে তালিকার ওপরে দিকেই রয়েছে মুর্শিদাবাদ জেলা। বাল্যবিবাহ রোধে প্রশাসন কঠোর মনোভাব নিলেও কিছুতেই বন্ধ হচ্ছে না। সরকারের একাধিক প্রকল্পেও হেরফের হয়নি এই অবস্থার।
পাশাপাশি, ছাত্রীদের ১৮ বছর বয়সের আগে বিয়ে না করার পরামর্শও দেওয়া হয়। রাজ্য সরকারের কন্যাশ্রী রূপশ্রী সহ বিভিন্ন সরকারী প্রকল্প সম্পর্কে ছাত্র ছাত্রীদের অবগত করা হয় এই শিবিরে। শুধু তাই নয়, বাড়ির মেয়েদের আঠারো না হলে বিয়ে দিলে কী কী সমস্যা হতে পারে তা নিয়েও সচেতনতার পাঠ দেওয়া হয় এই সচেতনতা শিবিরে। প্রসঙ্গত উল্লেখ্য, বড়ঞা ব্লকে গত কয়েক মাসে একাধিক নাবালিকার বিয়ে রদ করা সম্ভব হয়েছে প্রশাসনিক উদ্যোগে। আইন শৃঙ্খলার রক্ষকের এই নতুন ভূমিকায় খুশি অভিভাবকেরা।কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Child Marriage, Murshidabad news