মুর্শিদাবাদ: কাঁটাতার পেরিয়ে ভারত থেকে গম কিনতে এসে বিএসএফের হাতে ধৃত বাংলাদেশি যুবক। ধৃতের নাম মহম্মদ মিস্টার। ধৃতকে তুলে দেওয়া হয়েছে সুতি থানার পুলিশের হাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ১৪ কুইন্টাল গম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুতির চাদনিচক এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে একটি বাড়িতে গম কিনতে আসে বাংলাদেশের যুবক মহম্মদ মিস্টার।
বিএসএফ তাকে গম কিনে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে আটক করে। জিজ্ঞাসাবাদ করে সন্দেহ হতেই জানা যায় সে বাংলাদেশী নাগরিক। বিএসএফ তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করে প্রায় ১৪ কুইন্টাল গম। পরে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বুধবার ধৃতকে জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ। ধৃত যুবক বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।
তবে এই প্রথম নয়, বাংলাদেশি নাগরিক গ্রেফতার মুর্শিদাবাদে। এর আগেও জলঙ্গী সহ একাধিক জায়গায় গ্রেফতার করা হয়েছে বাংলাদেশি নাগরিককে। গত ফেব্রুয়ারি মাসে মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্ত জলঙ্গী থানার ঘোষপাড়া এলাকায় অভিযান চালায় বিএসএফ ও জলঙ্গী থানার পুলিশ যৌথভাবে।
আরও পড়ুন, অপেক্ষা আর ১ দিন, তৈরি হচ্ছে মহালক্ষ্মী যোগ! 'ভাগ্যবদল' হবে এই ৪ রাশির
আরও পড়ুন, বিরোধী নয়, পঞ্চায়েতে এই কাঁটাই বিঁধবে তৃণমূলকে? আশঙ্কা খোদ মমতার গলায়
অভিযান চালিয়ে, ওই এলাকা থেকে বাংলাদেশের ১০ জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে। তারা বৈধ কাগজপত্র না দেখাতে পারার কারণেই গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন সূত্রে। তবে গম কিনতে এসে বাংলাদেশি নাগরিক গ্রেফতার হতেই উঠছে একাধিক প্রশ্ন। কীভাবে নিশ্চিদ্র নিরাপত্তা থাকা সত্ত্বেও বাংলাদেশি নাগরিক কাঁটাতার পেরিয়ে প্রবেশ করল ভারতে, তা নিয়ে উঠছে প্রশ্ন।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BSF, Murshidabad