মুর্শিদাবাদ: রান্না করার সময় ভয়াবহ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হল প্রায় ২০ বাড়ি। তড়িঘড়ি ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন স্থানিয় বাসিন্দারা। বেশ কয়েকজনের আহত হওয়ায়রও খবর পাওয়া গিয়েছে। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।
তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ভিডিওগ্রাফি করতে গেলে পুলিশের গাড়ি ভাঙ্গচুর করে ক্ষিপ্ত জনতা। জানা যায়, শনিবার দুপুরে মুর্শিদাবাদের রাণীনগর এক নং ব্লকের অন্তর্গত লোচনপুর পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামেরান্না করার সময়ে হঠাৎই একটি বাড়িতে আগুন লাগে। আগুন লাগার কারণে পরপর ২০টির বেশি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
মাটির বাড়ি ও পাটকাঠি থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একটি বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডারেরও বিস্ফোরণ ঘটে। অন্যদিকে এই আগুনে পুড়ে ছাই হয়ে যায় সমস্ত আসবাবপত্র, টিভি, মটর বাইক এমনকি নগদ অর্থ পর্যন্ত।
আরও পড়ুন: চলন্ত বাসের ভিতর এ কী দেখলেন যাত্রীরা ! শুনলে আপনিও আঁতকে উঠবেন
এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানান, 'ঘরের মধ্যেই হাঁস ও মুরগী ছিল সেগুলো আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমরা কিছুই বের করে উঠতে পারিনি। চোখের সামনে সব আগুনে পুড়ে ছাই হয়ে গেল।'
এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানীনগর থানার পুলিশ, পুলিশ গিয়ে ভিডিওগ্রাফী করতে গেলে গাড়ি ভাঙচুর করে এলাকার ক্ষিপ্ত জনতা। অন্যদিকে অনেক পরে ডোমকল থেকে একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার ইতি মধ্যেই সরকারি সাহায্যর আবেদন করেছে। কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ । ঘটনার পর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা উপস্থিত আছেন এলাকায়।
তবে পরপর দু'দিন রাণীনগরে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শুক্রবার দুপুরেও আগুনে ক্ষতিগ্রস্ত হয় রানিনগর। রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে পরপর ৮টি বাড়িতে। দাউ দাউ করে জ্বলে ওঠে ৮ বাড়ি। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে লাগে। তবে আগুনের শিখা বেশি থাকার কারণে আহত হয় বেশ কয়েকজন। ঘরের জানালা ভেঙে উদ্ধার করা হয় ৪ শিশুকে।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshidabad