#বহরমপুরঃ মুর্শিদাবাদ জেলাতে সেই ভাবে গড়ে ওঠেনি কোন শিল্প। তাই প্রতি বছর পরিযায়ী শ্রমিকদের কাজে রওনা দিতে হয় ভিন রাজ্যে (Murshidabad News)। ফের ভিন রাজ্যে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের। মহারাষ্ট্রের পুনেতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বড়ঞা থানার কল্যানপুর গারাম পঞ্চায়েতের বেলগ্রামের বাসিন্দা বছর ত্রিশের মিন্টু সেখের। ঘটনায় গুরুতর জখম ওই একই গ্রামের বাদশা শেখ ও আকিবুর সেখ নামের আরও দুই যুবক।
বর্তমানে পরিবারে বাবা, মা, স্ত্রী ও তিন সন্তান নিয়ে সংসার যাপন করতেন মিন্টু সেখ। গত তিন মাস আগে মহারাষ্ট্রের পুনেতে রওনা দিয়েছিলেন কাজে যোগদান করতে।(Murshidabad News)। বাবা মুস্তাকিন সেখ জানিয়েছেন, "পরিবার সেই ভাবে স্বচ্ছল নয়, তাই উপার্জনের জন্য মিন্টু মহারাষ্ট্রে গিয়েছিল কাজের উদ্দেশ্যে। সোমবার সন্ধ্যায় পথ দুর্ঘটনায় মৃত্যুর খবর আসতেই আমাদের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। আগামী দিনে আমাদের কীভাবে সংসার চলবে তা বুঝে উঠতে পারছি না। কীভাবে এতজন নিয়ে সংসার চালাব তাও বুঝে উঠতে পারছি না"।
মৃতার স্ত্রী ডালিয়া বিবি বলেন, "শেষ সোমবার সকালে ফোনে কথা হয়েছিল। বলেছিল এখন কাজে যাচ্ছি আবার পরে ফোন করব। কিন্তু আর ফোন করল না"। শেষ ফোনে কথা বারবার মনে করে কান্নায় ভেঙে পড়েন ডালিয়া বিবি। বড়ঞা বিধায়ক জীবন কৃষ্ণ সাহা জানান, "আমি ঘটনার খবর শুনেছি। আমাদের এলাকার অধিকাংশ যুবক তারা রওনা দেন ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে ।তবে এই ভাবে দুর্ঘটনায় মৃত্যুতে আমরাও শোকাহত", বলে মন্তব্য করেন তিনি।
Kaushik Adhikary
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Berhampore, Migrant Worker, Murshidabad