#সালার: এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মোবাইল টাওয়ারে উঠে পড়ল। যার জেরে রীতিমতো কাল ঘাম ছুটে গেল দমকল থেকে সাধারণ মানুষের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালারে। যদিও বৃহস্পতিবার রাতে প্রায় চার ঘণ্টার প্রচেষ্টার পর দমকল কর্মী ও পুলিশের তৎপরতায় নামাতে সক্ষম হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ সালার দফাদার পাড়ার মোবাইল টাওয়ার থেকে নামানো গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে। টাওয়ারে ৬০ ফুট উচ্চতাতে থাকার পরে, তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তড়িঘড়ি ওই যুবককে চিকিৎসার জন্য সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সালার থানার পুলিশ। পুলিশি জেরার মুখে পূর্ব বর্ধমান জেলার কালনা এলাকায় তার বাড়ি বললেও মুহূর্তে মুহূর্তে এক এক বার আলাদা আলাদা নাম বলায় ওই যুবকের প্রকৃত নাম এখনও জানতে পারেনি পুলিশ। যদিও কান্দি মহকুমা দমকলের আধিকারিক প্রচেষ্টায় দমকলের একটি ইঞ্জিন এসে টাওয়ার থেকে নামানো হয় তাকে।
আরও পড়ুন - কেতুগ্রাম কাণ্ডে স্ত্রীর কব্জি কাটতে দুষ্কৃতীদের সাহায্য, ভরতপুর থেকে ধৃত ২
আরও পড়ুন - গঙ্গায় ডুব দিয়ে পাপ-মুক্তি! গঙ্গা-পুজোয় মেতে উঠলেন মুর্শিদাবাদের মানুষ
দমকলের আধিকারিক জানান, বৃহস্পতিবার রাতে জানা যায় মোবাইল টাওয়ারে উঠে কোন এক ব্যক্তি উঠে আর নামছে না। যদিও তিনি মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। ৬০ফুট উপরে ছিল। তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। চার ঘন্টার প্রচেষ্টায় তাকে টাওয়ার থেকে নামানো হয়েছে। বর্তমানে সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে মানসিক ভারসাম্যহীন যুবক।
যদিও তার সঠিক নাম ও পরিচয় জানা যায়নি বলে দমকলের আধিকারিক জানিয়েছেন।
অন্যদিকে এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় সালারে । ঘটনাস্থলে ভিড় জমান বহু সাধারণ মানুষ ।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Berhampore, Murshidabad news