#মুর্শিদাবাদ: জেলা জুড়ে দুস্কৃতীদের প্রভাব যেমন বাড়ছে ঠিক তেমনি কঠোর হাতে তাদের দমন করতে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলা পুলিশকে। দুষ্কৃতীদের কঠোরভাবে দমন করার কাজ চালানোর জন্য বিভিন্ন সময় পুলিশকে অভিযান চালাতে দেখা যাচ্ছে। এই সকল অভিযানের পরিপ্রেক্ষিতে উঠে আসছে একের পর এক অস্ত্র, আগ্নেয়াস্ত্র, কার্তুজ ইত্যাদি উদ্ধারের ঘটনা। আগ্নেয়াস্ত্র ইত্যাদি মজুত করার ঘটনায় যুক্ত থাকা অভিযুক্তদেরও পাকড়াও করছে পুলিশ। পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধারের ঘটনায় এবার একের পর এক সফলতা পাচ্ছে কান্দি থানা।
কান্দি থানার পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে মাদারহাটি গ্রাম থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্ত ব্যক্তির কাছে পাওয়া যায় লং রেঞ্জের একটি পাইপ গান এবং সঙ্গে ২১ টি কার্তুজ। এই বিপুল পরিমাণ কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র মজুত রাখার ঘটনায় কান্দি থানার পুলিশ রবিউল আলম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে অভিযুক্ত ওই ব্যক্তি এই বিপুল পরিমাণ কার্তুজ এবং ওই আগ্নেয়াস্ত্র মজুত রেখেছেন।
আরও পড়ুনঃ মর্মান্তিক পরিনতি! দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
গোপন সূত্রে পাওয়া খবরের উপর ভিত্তি করে পুলিশ অভিযান চালায় এবং সেই খবর সত্যি হয়। এরপরই পুলিশ ওই ব্যক্তির থেকে এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজগুলি উদ্ধার করার পাশাপাশি তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পুলিশের তরফ থেকে 25 (i),a / 29/35 arms act ধারায় মামলা রুজু করা হয়। ধৃত ব্যক্তিকে শনিবার কান্দি মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশের তরফ থেকে ধৃত ব্যক্তিকে আদালতে পেশ করার পাশাপাশি তার দশ দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়।
আরও পড়ুনঃ প্রচুর তাজা বোমা উদ্ধার চাষের জমিতে! নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়ার্ড
যদিও বিচারক সমস্ত দিক বিচার বিবেচনা করে বিচারক সৈকত সরকার পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে, কিভাবে এই বিপুল পরিমাণ কার্তুজ এবং ওই আগ্নেয়াস্ত্র ওই ব্যক্তির কাছে এলো। ওই ব্যক্তি কি উদ্দেশ্য নিয়ে এগুলি মজুত করেছিলেন ইত্যাদি।
Koushik Adhikary
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kandi, Murshidabad