হোম /খবর /মুর্শিদাবাদ /
রাজকীয় আতিথেয়তায় ইতিহাসকে ফিরে দেখা! মুর্শিদাবাদে শুরু হেরিটেজ ফেস্টিভ্যাল

Murshidabad Heritage Festival|| রাজকীয় আতিথেয়তায় ইতিহাসকে ফিরে দেখা! মুর্শিদাবাদে শুরু হেরিটেজ ফেস্টিভ্যাল

X
মুর্শিদাবাদে [object Object]

Murshidabad Heritage Festival: পর্যটন মানচিত্রে আরও জায়গা দিতে, পর্যটনের আরও বিস্তার করতে এবার তৎপর পর্যটন বিভাগ। মুর্শিদাবাদ জেলাতে শুরু হেরিটেজ ফেস্টিভ্যাল।

  • Share this:

মুর্শিদাবাদঃ পর্যটন মানচিত্রে আরও জায়গা দিতে, পর্যটনের আরও বিস্তার করতে এ বার তৎপর পর্যটন বিভাগ। মুর্শিদাবাদ জেলাতে শুরু হল দুই দিন ব্যাপী মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভ্যাল । মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জে রানী ভবানীর চারবাংলা মন্দির ও কাশিমবাজার রাজবাড়ি তে হেরিটেজ ফেস্টিভ্যালের আয়োজন হল। শুক্রবার সন্ধ্যায় আজিমগঞ্জের চার বাংলা মন্দিরে এই অনুষ্ঠানের সূচনা হয়।মুর্শিদাবাদ ঐতিহাসিক জেলা। ২০১০ সাল থেকে টানা বারো বছর ধরেই একটি সংস্থা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থান তুলে ধরতে দেশ ও বিদেশের পর্যটকদের এনে উৎসব পালন হচ্ছে।

আরও পড়ুনঃ রাত পোহালেই সাগরদীঘি উপ নির্বাচন! থাকছে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 

মুর্শিদাবাদ জেলার হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, মুর্শিদাবাদ জেলা ঐতিহাসিক জেলা। মুর্শিদাবাদকে পর্যটন মানচিত্রে আরও ভাল জায়গায় পৌঁছে দিতে হবে। তাই উৎসাহী, বিনিয়োগকারী এবং ভ্রমন এজেন্টদের আকৃষ্ট করতে এই হেরিটেজ ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে। মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভ্যালে নবাবী আমলের খাবারের ব্যবস্থা ছিল। পাশাপাশি, লোক সংস্কৃতি নৃত্য-সহ একাধিক মনোরঞ্জন জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়।

জানা গিয়েছে, আয়োজন করা হয় রাই বেশে, ঢাক ঢোল থেকে বাউল সংগীত ও বেলডাঙ্গার আতশবাজি-সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের, যা মন করেছে সকলে। দেশের পাশাপাশি বিদেশের পর্যটকেরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ফলে নবাবের জেলাকে পর্যটন মানচিত্রে আরও বিকাশ করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে প্রত্যক বছর বলেই জানা যায়।

কৌশিক অধিকারী

Published by:Shubhagata Dey
First published:

Tags: Murshidabad