হোম /খবর /মুর্শিদাবাদ /
সাদামাটা কাপড়ের দোকান, হঠাৎ হানা ইনকাম ট্যাক্স অফিসারদের! বহরমপুরে যা ঘটল...

Income Tax Raid: সাদামাটা কাপড়ের দোকান, হঠাৎ হানা ইনকাম ট্যাক্স অফিসারদের! বহরমপুরে যা ঘটল...

বহরমপুরে আয়কর হানা

বহরমপুরে আয়কর হানা

Income Tax Raid: সাগরদিঘী বিধানসভা উপ নির্বাচনের যখন পারদ তুঙ্গে। রাজনৈতিক প্রচারের ঝড় তুঙ্গে, ঠিক তখনই আয়কর হানা।

  • Share this:

মুর্শিদাবাদঃ ওরঙ্গাবাদের বিড়ি কারখানার পর এবার বহরমপুর শহরে আয়কর দফতরের হানা।বহরমপুর শহরের খাগড়াতে অবস্থিত একটি বেসরকারি বহুতল কাপড়ের দোকানে হানা দেয় আয়কর দফতরের আধিকারিকরা। পাশাপাশি, দোকান মালিকের বাড়ি ও অফিসে হানা দেয় আয়কর দফতর বলে সুত্র মারফত জানা গিয়েছে। আর কয়েক দিন বাদেই সাগরদিঘী বিধানসভা উপনির্বাচন ।

আর সাগরদিঘী বিধানসভা উপ নির্বাচনের যখন পারদ তুঙ্গে। রাজনৈতিক প্রচারের ঝড় তুঙ্গে, ঠিক তখনই আয়কর হানা। রবিবার সাগরদিঘীতে নির্বাচনী প্রচার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্যে উঠে আসে, ওরঙ্গাবাদের দুই বিড়ি কোম্পানির অফিসে আয়কর হানার প্রসঙ্গ। আর তার প্রচারের চব্বিশ ঘন্টার মধ্যে কাপড়ের দোকানে আয়কর হানা তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

আরও পড়ুন: ৩ মাসে বদলে গেল সব, অনুব্রতর শরীর জানিয়ে দিল, বেজায় বিপদে তিনি!

প্রসঙ্গত উল্লেখ্য, বহরমপুর শহরের খাগড়ায় অবস্থিত জেলার নাম করা কাপড়ের দোকান। তবে কাগজ পত্র খতিয়ে দেখতেই এই আয়কর হানা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে সুত্র মারফত। গত ৮ই ফেব্রুয়ারি টানা চব্বিশ ঘণ্টার বেশি আয়কর দফতরের অভিযান চলে ওরঙ্গাবাদের পতাকা বিড়ির কারখানায়।

আরও পড়ুন: এত বড় মাছ জীবনে দেখেননি! কাতলা মাছের এই সাইজ! যা মিলল, আকাশ থেকে পড়তে হবে!

তার কিছু দিন আগেই সুতিতে বিধায়ক জাকির হোসেনের বাড়ি, গোডাউনে হানা দিয়েছিল আয়কর দফতর। পাশাপাশি, সামসেরগঞ্জের আনন্দ বিড়ি ও বিজলি বিড়ি ফ্যাক্টরিতেও তল্লাশি অভিযান চালানো হয়। উদ্ধার করা হয়েছিল কয়েক কোটি টাকা। সেই রেশ কাটতে না কাটতেই ফের আয়কর দফতরের হানা হল সদর শহর বহরমপুরে।

-----কৌশিক অধিকারী

Published by:Suman Biswas
First published:

Tags: Income Tax, West Bengal news