হোম /খবর /মুর্শিদাবাদ /
আন্তর্জাতিক নারী দিবসের দিনেও সুরক্ষিত নেই নারীরা

Murshidabad News- নারী দিবসের দিনে ভরতপুরে গৃহবধূকে মারধর, গ্রেফতার স্বামী

X
মুর্শিদাবাদ [object Object]

নারী দিবসের দিনেও ঘটছে এরকম ঘটনা

  • Share this:

#বহরমপুরঃ আজ বিশ্ব নারী দিবস। ৮ই মার্চ বিশ্ব নারী দিবস হলেও, জেলার বিভিন্ন এলাকায় আজও চলে নারী নির্যাতনের ঘটনা। নারী দিবসের দিনেই নারী নির্যাতন ঘটনায় একজনকে গ্রেফতার করল ভরতপুর থানার পুলিশ প্রশাসন। ভরতপুর থানার অন্তর্গত সুরপাড়া মসজিদপুরের বাসিন্দা বাবু সেখের সাথে মকলিমা বিবির বিবাহ হয়। বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ তার স্বামী বাবু সেখের বিরুদ্ধে। টাকা দেওয়া হয়না, অন্যদিকে নিত্যদিন নির্যাতন করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। দুটো ছেলে একটা কন্যা সন্তান রয়েছে তাদের বর্তমানে। সোমবার রাতে মকলেমা বিবিকে মারধর করা হয়, এবং তারপর তাকে ঘরের মধ্যে ফেলে দিয়ে কেরোসিন তেল দিয়ে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করে তার স্বামী বাবু সেখ বলে অভিযোগ। কোনও রকমে তিনি রক্ষা পান বলে জানা যায়। যার ফলে মকলিমা বিবি নারী দিবসের দিনেই স্বামী বাবু সেখের বিরুদ্ধে ভরতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ভরতপুর থানার পুলিশ, ধৃত বাবু সেখের বিরুদ্ধে মামলা রুজু করলে, কান্দি মহকুমা আদালতে পাঠানো হয় মঙ্গলবার। কান্দি মহকুমা আদালতের আইনজীবী শুভ্রকান্তি মিশ্র জানান, বাবু সেখের বিরুদ্ধে ৪৯৮এ, ৩২৪, ৩২৫, ৩০৮, ৪২৮, ৩৪ আইপিসি ধারায় মামলা রুজু করা হয়েছে। বধূ নির্যাতন ও মারধরের ঘটনায় তার বিরুদ্ধে মামলা রুজুর পর তাকে কান্দি মহকুমা আদালতে পাঠানো হয়। মঙ্গলবার ধৃত বাবু সেখ কে কান্দি মহকুমা আদালতের বিচারক ভাস্কর মজুমদার এজলাসে তোলা হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

Published by:Samarpita Banerjee
First published:

Tags: Berhampore, Bharatpur, International Women's Day, Murshidabad