#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিগ্রহের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। শুক্রবার বিকালের পর থেকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন হাসপাতালে ও ব্লক স্বাস্থ্যকেন্দ্রে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করলেন চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্মীরা।বৃহস্পতিবার নিজের অফিসেই তৃণমূল বিধায়ক ও মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতির সামনেই আক্রান্ত হন মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যাল।
হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি সামসুজ্জোহা বিশ্বাসের সামনেই মারধর করা হয় জেলার স্বাস্থ্যকর্তাকে। কলার ধরে হেনস্থা করা হয়। ঘটনার পর কার্যত বিধায়ককে আটকে বিক্ষোভ দেখান স্বাস্থ্যকর্মীরা। এই ঘটনার জেরে ইতি মধ্যেই ১৪ জনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনঃ হাইকোর্টের নির্দেশে কাঁথির কলেজে দুর্নীতির তদন্তে প্রশাসনের ৫ সদস্যের বিশেষ দল
শুক্রবারও এই ঘটনার প্রতিবাদে লালবাগ, খড়গ্রাম, নওদা, বেলডাঙ্গা কান্দি-সহ জেলার একটি বিভিন্ন হাসপাতালে বিক্ষোভ মিছিল করলেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। বিক্ষোভকারীরা জানান, এই নির্যাতন অনভিপ্রেত, অকল্পনীয়। আমরা নিন্দা জানানোয় ভাষা খুঁজে পাচ্ছি না। দোষীদের কঠোর সাজা না দেওয়া হলে স্বাস্থ্যকর্মীরা আরও বড় আন্দোলনে নামতে বাধ্য হব। কোভিড থেকে ডেঙ্গি, রাত জেগে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। নেই ইদের ছুটি, নেই পুজোর ছুটি।
এ রকম সময়ে জেলার স্বাস্থ্য পরিকাঠামোর শীর্ষ আধিকারিকের উপর এই হামলা অত্যন্ত নিন্দার। অন্যদিকে, মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নিগ্রহের ঘটনায় ধৃত ১৪ জনকে শুক্রবার বহরমপুর আদালতে তোলা হলে বিচারক সমস্ত দিক খতিয়ে দেখে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। এই ঘটনার পর জেলা জুড়ে স্বাস্থ্য দফতরের কর্মীরা ক্ষোভে ফুঁসছেন। জোরালো শান্তি দাবি করেছেন সকলেই।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshidabad