মুর্শিদাবাদঃ টানা পাঁচদিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে পুলিশের উদ্যোগে মাটি খুঁড়ে উদ্ধার হল মৃতদেহ । শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার পঞ্চবটি গ্রামে । পুলিশ জানিয়েছে মৃতের নাম দশরথ দাস (৪৮)।
গতকাল শুক্রবার বাড়ির পাশে গলি ও ঘরের ভিতরে মাটি খোঁড়া হলেও দেহ উদ্ধার হয়নি, পরবর্তীতে সুতি থানার পুলিশ ও রঘুনাথগঞ্জ থানার পুলিশ স্ত্রী ও কন্যা কে গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদ করতেই জেরাতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। নিজের বাড়ির বেড রুমের মধ্যেই পুঁতে রাখা হয়েছিল গৃহকর্তা দশরথ দাসের দেহ। অবশেষে শনিবার দুপুরে মাটি খুঁড়ে দেহ উদ্ধার করে পুলিশ। দশ ফুট মাটি খুঁড়ে দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়েছে পড়ে গোটা এলাকা জুড়ে। তার স্ত্রী ও কন্যা কে পুলিশ নিয়ে আসে এবং জায়গা শনাক্ত করার পরেই পুলিশ মাটি খুঁড়োর কাজ শুরু করে, এবং তারপরেই উদ্ধার হয় দেহ।
গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল দশরথ দাস, তার কোনও খোঁজ খবর পাওয়া যায়নি। অবশেষে বুধবার রঘুনাথগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এক ছেলে ও দুই কন্যা সহ স্ত্রী কে নিয়ে ছিল সংসার।যদিও মৃতের পরিবারের অভিযোগ, সকলে মিলে তাকে খুন করে বাড়ির মধ্যেই পুঁতে রাখা হয়েছিল। তারপর থেকেই পলাতক ছিল পরিবারের সদস্যরা। তারপরেই বাঁধে সন্দেহ।গত পাঁচদিন ধরে নিখোঁজ এক ব্যক্তির সন্ধানে শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পঞ্চবাটি গ্রামে একটি বাড়ির ভেতরের ঘরে এবং ওই বাড়ির আশেপাশের কিছু জায়গা পুলিশ খুঁড়ে দেখলেও নিখোঁজ ওই ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ এপ্রিল সুতি থানার সুজনিপাড়া গ্রামের বাসিন্দা দশরথ দাস (৪৮) নামে এক ব্যক্তি তার ছেলেকে ডাক্তার দেখানোর জন্য জঙ্গিপুর যান। কিন্তু তারপর থেকে আর দশরথের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। দশরথের পরিবারের কয়েকজন সদস্য অভিযোগ করেছেন, তার স্ত্রী, তিন ছেলেমেয়ে এবং এক জামাই মিলে পরিকল্পনা করে দশরথকে খুন করে দেহ গুম করে দিয়েছিল।
দশরথের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৯ই মে থেকে দশরথের স্ত্রী সুভদ্রা, তার তিন ছেলে মেয়ে এবং জামাইয়ের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের মোবাইল ফোনগুলিও বন্ধ রয়েছে।
আরও পড়ুন: ঘণ্টায় ১৭৫ কিমি…! ভয়ঙ্কর গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা! তাণ্ডবলীলার আশঙ্কায় তুমুল সতর্কতা
আরও পড়ুন: কংগ্রেস ১৩০ পার, বিজেপি কমে তার অর্ধেক! খেলা ঘুরে গেল কর্ণাটকে!
উদয় কুমার দাস নামে দশরথের এক ভাই বলেন, আমার বৌদি সুভদ্রা দাসের সাথে দাদার সম্পর্ক একেবারেই ভালো ছিল না। সেই কারণে দাদা সুজনিপাড়াতে গ্রামের বাড়িতে থাকলেও বৌদি থাকতেন পঞ্চবটি গ্রামে।’তিনি জানান, গত ৯ই মে দশরথের ছেলে মধুসূদন দাস অসুস্থ হয়ে পড়েন। সেই সময় তাকে ডাক্তার দেখানোর জন্য গাড়ি করে জঙ্গিপুরে নিয়ে যাওয়া হয়। সেই গাড়িতে দশরথ ছাড়াও সুভদ্রা এবং আমার দাদার তিন ছেলে মেয়ে পূজা, সুদীপা এবং মধুসূদন ছাড়াও পুজার স্বামী অমিত রায় উপস্থিত ছিল।
পরিবারের এও অভিযোগ করেন , আমাদের ধারণা পারিবারিক ও অশান্তির কারণে আমার বৌদি তার তিন ছেলে মেয়ে এবং জামাইয়ের সাহায্যে আমার দাদাকে খুন করে তার লাশ গুম করে দিয়েছিল ঘরের মধ্যেই । আমরা ইতিমধ্যেই পুলিশে দাদার নিখোঁজ ডায়েরি করেছিলাম। তবে শুক্রবার চেষ্টা করেও দাদার কোনও খোঁজ পাওয়া যায়নি তবে শনিবার ঘর থেকেই মিলল দেহ। আমরা সন্দেহ করেছিলাম দাদার দেহ পঞ্চবটি গ্রামের বাড়িতে পুঁতে রাখা হয়েছিল, পুলিশ কে জানিয়েছিলাম। পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই ঘর থেকেই দেহ উদ্ধার করা হয়।
তবে শনিবার দুপুরে দশরথের দেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন ।সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।কি কারণে এই খুন তারও তদন্ত শুরু করেছে পুলিশ। ইতি মধ্যেই গ্রেফতার করা হয়েছে তার স্ত্রী ও এক কন্যাকে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ বলে জানা গিয়েছে।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshidabad