হোম /খবর /মুর্শিদাবাদ /
ছিঃ ছিঃ! মানসিক ভারসাম্যহীন ছেলেকে খুন করল বাবা, তারপর নিজে... তোলপাড় বাংলা

Murshidabad News: ছিঃ ছিঃ! মানসিক ভারসাম্যহীন ছেলেকে খুন করল বাবা, তারপর নিজে... তোলপাড় সারা বাংলা

মর্মান্তিক!

মর্মান্তিক!

শনিবার গভীর রাতে বাড়ির সামনে একটি কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বাবা ও ছেলের মৃতদেহ।

  • Share this:

মুর্শিদাবাদ: নিজের ছেলেকে খুন করে আত্মঘাতী হল বাবা। শনিবার গভীর রাতে বাড়ির সামনের একটি কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বাবা ও ছেলের মৃতদেহ। শনিবার রাতে বহরমপুর থানার রানিবাগান এলাকার ঘটনা। খবর জানাজানি হতেই  রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে  এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত বাবার নাম কার্তিক চক্রবর্তী (৫৩), ছেলে কর্ণ চক্রবর্তী (৮)।

পরিবার সূত্রে খবর, পেশায় ব্যবসায়ী কার্তিক বেশ কিছু দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। আট বছর বয়সী ওই ছেলেও ছিল মানসিক ভারসাম্যহীন ছিল। শনিবার রাতে ওই শিশুর বাবা কার্তিক চক্রবর্তী দেরি করে বাড়ি ফেরায় স্ত্রীর সাথে বিবাদ বাঁধে। এরপর গভীর রাতে বাড়ি সংলগ্ন গাছ থেকে উদ্ধার হয় বাবা ও ছেলের মৃতদেহ।

 

মানসিক অবসাদের জেরে ছেলেকে খুন করে আত্মঘাতী হয়েছে বাবা এমনটাই অনুমান পরিবার সদস্যদের। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায় বহরমপুর থানার পুলিশ। রবিবার দুপুরে দুপুরে দেহ দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে।

 

ঘটনাকে ঘিরে শোকের ছায়া নামে পরিবার সহ ওই এলাকায়। কী কারণে এই আত্মহত্যা তার তদন্ত শুরু করেছে পুলিশ।

কৌশিক অধিকারী

Published by:Rachana Majumder
First published:

Tags: Crime