হোম /খবর /মুর্শিদাবাদ /
মুর্শিদাবাদে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যা ঘটল অবাক হবেন আপনিও, দেখুন ভিডিও

Murshidabad News: মুর্শিদাবাদে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যা ঘটল অবাক হবেন আপনিও, দেখুন ভিডিও

X
বড়ঞাতে [object Object]

স্কুল চলাকালী তৃণমূলের দলীয় অনুষ্ঠানে দেখা গেল দেদার নাচ, গান। হই হুল্লোড়।

  • Share this:

মুর্শিদাবাদ: রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালন করছেন। আর সেই দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে অন্য এক চিত্র ধরা পড়ল মুর্শিদাবাদে।

সোমবার মুর্শিদাবাদ জেলার বড়ঞাঁ বিধানসভার অন্তর্গত বড়ঞাঁ দুই নং অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালন করা হয়। বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। আর তখনই ঘটে বিপত্তি।

আরও পড়ুন: এখনও গ্রেফতার নন, নিয়োগ দুর্নীতিতে ৬ প্রভাবশালী খুঁজে পেল ইডি! এবার? ব্যাপক চাঞ্চল্য

আরও পড়ুন - দেশের এই জনজাতির অদ্ভুত রীতি, বর-কনে বাছতে এক রাতের সঙ্গী হয় দু’জন, নিয়ম চমকে দেবে

স্কুল চলাকালীন তৃণমূলের দলীয় অনুষ্ঠানে দেখা গেল দেদার নাচ, গান। হইহুল্লোড়। পাত পেড়ে জমিয়ে চলল খাওয়া দাওয়ার আয়োজন।উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার কারণে সমস্ত সভা মিছিল মাইক বাজানো ইতি মধ্যেই নিষিদ্ধ। আর এদিকে স্কুল চলাকালীন কী ভাবে রাজনৈতিক অনুষ্ঠান করা হল তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। আর এই চিত্র দেখা গেল বড়ঞাঁ দুই নং ব্লকের নিমা প্রাথমিক বিদ্যালয়ে।

দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বড়ঞাঁ দুই নং অঞ্চলের ৮৪ নিমা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের কথা ছিল বড়ঞাঁর বিধায়ক জীবনকৃষ্ণ সাহা-সহ অন্যান্য নেতৃত্বদের।  কিন্তু স্কুল পরিদর্শনের পরেই শুরু হয় দেদার নাচ গান ও হই হুল্লোড়। তা নিয়েই উঠছে প্রশ্ন। স্কুল চলাকালীন কী ভাবে রাজনৈতিক অনুষ্ঠান করা হল তা নিয়েই উঠেছে প্রশ্ন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যেও কীভাবে এই অনুষ্ঠান করা হল তা নিয়েই উঠেছে একাধিক প্রশ্ন।কৌশিক অধিকারী

Published by:Uddalak B
First published:

Tags: AITMC