হোম /খবর /মুর্শিদাবাদ /
দুয়ারে সরকার শিবিরে আবেদন, ব্লক অফিসে বসল প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির

Murshidabad News: দুয়ারে সরকার শিবিরে আবেদন, ব্লক অফিসে বসল প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির

X
খড়গ্রাম [object Object]

দুয়ারে সরকার শিবিরে ৩৪৮ জন প্রতিবন্ধী আবেদন করেছিলেন, তারই ফলস্বরূপ হিসেবে নগর বিডিও অফিস প্রাঙ্গনে, প্রতিবন্ধীদের কে নিয়ে একটি প্রতিবন্ধী সনাক্তকরণ শিবিরের আয়োজন করা হল। 

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মুর্শিদাবাদ: রাজ্যে সরকারের নির্দেশে যাদের এখনও পর্যন্ত প্রতিবন্ধী শংসাপত্র পাইনি তাদের জন্য দুয়ারে সরকার শিবিরে আবেদন গ্রহণ করা হয়েছে ইতি মধ্যেই ।এবার খড়গ্রাম ব্লক প্রশাসনের উদ্যোগে নগর বিডিও অফিস প্রাঙ্গনে বসল প্রতিবন্ধী সনাক্ত করণ শিবির।

জানা গিয়েছে, দুয়ারে সরকার শিবিরে ৩৪৮ জন প্রতিবন্ধী আবেদন করেছিলেন, তারই ফলস্বরূপ হিসেবে নগর বিডিও অফিস প্রাঙ্গনে, প্রতিবন্ধীদের কে নিয়ে একটি প্রতিবন্ধী সনাক্তকরণ শিবিরের আয়োজন করা হল। এই প্রতিবন্ধী সনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয় খড়গ্রাম ব্লকের ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকদের তত্ত্বাবধানে। মুলত মহকুমা হাসপাতালে বা মেডিক্যাল কলেজ হাসপাতালে সনাক্তকরণ করে শংসাপত্র প্রদান করা হয়ে থাকে। তবে এই প্রথম ব্লক অফিসেই চিকিৎসকদের নিয়ে সাধারণ মানুষের কথা মাথায় রেখে বসানো হল এই শিবির। প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত হলে সঙ্গে সঙ্গেই সরাসরি প্রতিবন্ধী শনাক্তকরণ করেই শংসাপত্র তুলে দেওয়া হয়। এর ফলে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। প্রতিবন্ধী শংসাপত্র পেলেই আগামী দিনে সরকারী সমস্ত সুযোগ সুবিধা পাবেন বলেই জানান খড়গ্রাম বিডিও বাপী ধর।

এবারে দুয়ারে সরকার শিবির থেকে খাদ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্ক, জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, তফসিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্য, আধার সংক্রান্ত তথ্য, জমির মিউটেশন সংক্রান্ত তথ্য, বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধীদের শংসাপত্র সংক্রান্ত আবেদন, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কৃষি ও প্রাণিসম্পদ দফতরের কিসান ক্রেডিট কার্ড, ওয়েবার ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীরগুলির ক্রেডিট লিঙ্ক, কৃষির পরিকাঠামো সংক্রান্ত তথ্য, মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন-এর মতো পরিষেবাগুলি দুয়ারে সরকারের শিবির থেকে পাওয়া যাচ্ছে ।এবার সরাসরি প্রতিবন্ধী শনাক্তকরণ করেই শংসাপত্র পাচ্ছেন প্রতিবন্ধীরা ।

কৌশিক অধিকারী

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Berhampore, Murshidabad news