বহরমপুর: গালিগালাজ করছিলেন সেই প্রতিবাদ করায় প্রতিবাদীর বাড়ি চড়াও হয়ে, বোমাবাজির ঘটনার জেরে মঙ্গলবার রাত্রে চাঞ্চল্য ছড়ায় রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত লক্ষ্মীজোলা গ্রাম পঞ্চায়েতের ইছাখালি গ্রামে।
স্থানীয় সূত্রে অভিযোগ, কিছু তৃণমূল সমর্থিত যুবক মদ পান করে গালিগালাজ করতে করতে যাচ্ছিল। আর সেই ঘটনার প্রতিবাদ করায় সিপিএম সমর্থিত প্রতিবাদীর বাড়ি চড়াও হয়ে বোমাবাজি শুরু করে বলে অভিযোগ। এই বোমাবাজির ঘটনায় দুইজন পুরুষ এবং দুইজন মহিলা আহত হন। গুরুতর আহত অবস্থায় এই চারজনকে ঘটনাস্থল থেকে তড়িঘড়ি নিয়ে আসে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। চারজনের মধ্যে একজন মহিলার অবস্থা অবনতি দেখে তাকে পাঠানো হয় কলকাতায়। বাকি তিনজন চিকিৎসাধীন জঙ্গিপুর মহকুমা হাসপাতালে।
আরও পড়ুন: প্রতিবেশীর এ কী রূপ, দাউদাউ করে জ্বালিয়ে দেওয়া হল মহিলাকে! হুগলিতে যেন নারকীয় কাণ্ড
স্থানীয় বাসিন্দারা জানান, জঙ্গিপুর এরিয়া কমিটির সিপিএমের সদস্যের বাড়িতে বোমার হামলা চালাতে গিয়ে পাশের বাড়ির দুইজন মহিলা ও দুইজন পুরুষ আহত হন। তারা সকলেই সিপিএমের কর্মী ও সমর্থক। তৃণমূলের পঞ্চায়েতের প্রধানের আত্মীয়রা এই হামলার সঙ্গে যুক্ত বলেও জানান তারা। যদিও কী কারণে এই বোমা ছোড়া হয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন । যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: প্রতিদিন আধঘণ্টা করে কথা বলবেন অনুব্রত! কার সঙ্গে? ৩ আর্জি ঘিরে শোরগোল
এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। খবর শুনে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনার পর অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
-----কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cpim, West Bengal news