হোম /খবর /মুর্শিদাবাদ /
দলীয় কর্মীদের দিয়ে গা হাত পা টেপাচ্ছেন রাজনৈতিক নেতা! ভাইরাল ভিডিও 

Murshidabad News: দলীয় কর্মীদের দিয়ে গা হাত পা টেপাচ্ছেন রাজনৈতিক নেতা! ভাইরাল ভিডিও 

X
পা [object Object]

Murshidabad News: সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় জেলা জুড়ে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    মুর্শিদাবাদঃ দলীয় কর্মীদের দিয়ে পা টিপিয়ে ভাইরাল হলেন এক রাজনৈতিক দলের নেতা। বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর জেলার সাংগঠনিক INTTUC সভাপতি পার্থপ্রতিম সরকার। জানা গিয়েছে, সোমবার সকালে একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিও তে দেখা যাচ্ছে, বহরমপুর সাংগঠনিক জেলা INTTUC সভাপতি পার্থপ্রতিম সরকার তার দলীয় কর্মী সাদ্দাম মিঞাকে দিয়ে পা টিপানোর কাজ করছেন। যা ধরা পড়ে মোবাইলে। এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় জেলা জুড়ে।

    আরও পড়ুন: সুকান্ত বনাম সুফিয়ান, ডান্ডা মারার পরামর্শে সরগরম তমলুক! এল পাল্টা হুঁশিয়ারি

    যদিও রাজনৈতিক নেতা পার্থ প্রতিম সরকারের দাবি, কান্দি পঞ্চায়েত সমিতির অধীনে গোকর্ণতে অবস্থিত নেতাজী সুভাষ উদ্যানে তার পায়ে চোট লাগে। যার ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসক কে দেখানো হয়। চিকিৎসকের পরিমর্শে পা- এ মাসাজ করছিলেন। যদিও তার চিকিৎসকের শংসাপত্র দেখিয়েছেন তিনি। পার্থ প্রতিম সরকারের অভিযোগ, বিরোধীরা সেই ভিডিও করে পঞ্চায়েত নির্বাচনে আগে কালীমালিপ্ত করার চেষ্টা করছেন।

    আরও পড়ুন: পাখির চোখ পঞ্চায়েত, প্ল্যান সাজাচ্ছে বিজেপি! নির্দেশ আসছে দিল্লি থেকে

    যদিও তৃণমূল কর্মী সাদ্দাম মিঞার দাবি, পার্কে গিয়ে ঢোকরা মুখে পা পিছলে পড়ে যান পার্থ বাবু। আমরা তাকে তড়িঘড়ি জল ও বরফ দিয়ে তার পায়ে ম্যাসেজ করছিলাম। এটা ইচ্ছাকৃত ভাবে কোনও ঘটনা নয় বলে জানান তিনি।

    যদিও ভিডিও পা টিপানোর ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে মুর্শিদাবাদ জেলা জুড়ে।

    ---কৌশিক অধিকারী

    First published:

    Tags: TMC, West Bengal news