হোম /খবর /মুর্শিদাবাদ /
জীবনকৃষ্ণের বাড়ির পুকুরে এ কী কাণ্ড! কাদামাটিতে পা রাখতেই চমকে উঠলেন সকলে

CBI Jiban Krishna Saha: জীবনকৃষ্ণের বাড়ির পুকুরে এ কী কাণ্ড! কাদামাটিতে পা রাখতেই চমকে উঠলেন সকলে

জীবনকৃষ্ণের বাড়ির পুকুরে এ কী কাণ্ড

জীবনকৃষ্ণের বাড়ির পুকুরে এ কী কাণ্ড

CBI Jiban Krishna Saha: টানা ৬৫ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সিবিআইয়ের হাতে গ্রেফতার বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মুর্শিদাবাদ: টানা ৬৬ ঘন্টা পর অবশেষে উদ্ধার হল জীবনকৃষ্ণ সাহার মোবাইল ফোন। বড়ঞার খড়জুনার বাসিন্দা এক শ্রমিক সে মোবাইল ফোন উদ্ধার করে সোমবার দুপুরে। পুকুর থেকেই উদ্ধার হয় দ্বিতীয় এই মোবাইল ফোন। রবিবার দুপুর থেকে দ্বিতীয় মোবাইল খোঁজার জন্য জেসিবি দিয়ে উদ্ধার করার চেষ্টা করা হলেও অবশেষে একজন শ্রমিক সে মোবাইল ফোন উদ্ধার করে কাদা থেকে।

নিয়োগ দুর্নীতির কাণ্ডে দীর্ঘ টানা ৬৫ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সিবিআইয়ের হাতে গ্রেফতার বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সোমবার ভোরে জীবনকৃষ্ণ সাহাকে সিবিআইয়ের গাড়িতে নিয়ে যাওয়া হয়। ভোর ৫.১৫-র সময়ে স্ত্রী টগর সাহার হাতে গ্রেফতারির কাগজ দিয়ে নিজাম প্যালেসের উদ্দেশ্য রওনা দেন সিবিআই আধিকারিকরা।

 

সোমবার জীবনকৃষ্ণ সাহাকে তোলা হয় আলিপুরের বিশেষ সিবিআই আদালতে। সেখানে ধৃতকে ৫ দিনের হেফাজতের আর্জি জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অপর দিকে জীবনকৃষ্ণের আইনজীবী আদালতে দাবি করেন, তাঁর মক্কেল নির্দোষ, এই মামলায় জীবনকৃষ্ণকে ফাঁসানো হয়েছে। এছাড়া, আইনজীবী মারফত নিজের স্ত্রীয়ের সঙ্গেও দেখা করার জন্যেও অনুমতি চান জীবনকৃষ্ণ।

আরও পড়ুন, CBI-ED জিজ্ঞাসাবাদ প্রসঙ্গ! অভিষেককে নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

আরও পড়ুন, AC, কুলারের প্রয়োজন নেই! একটুকরো বরফই করে দেবে আপনার ঘর ঠান্ডা, জানুন কীভাবে

কিন্তু, মুর্শিদাবাদের বড়ঞাঁর বিধায়কের জামিনের আর্জির বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, ‘‘জীবনকৃষ্ণ বড়ঞাঁর mla, ক্যান্ডিডেটদের থেকে টাকা নিয়ে কোটি কোটি টাকা তুলেছে৷ এসএসসি জন্য অযোগ্যদের টাকার বিনিময়ে চাকরি দিয়েছে৷ omr শিট জালিয়াতি করে যোগ্য প্রার্থীদের প্রতারণা করেছে৷ দুটো মোবাইল তিনি ফেলে দিয়েছেন৷ ডিজিটাল এভিডেন্স নষ্ট করার চেষ্টা করেছেন।’’ সিবিআইয়ের আইনজীবীর আরও দাবি, জীবনকৃষ্ণের বাড়ি থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত প্রচুর মূল্যবান নথি পাওয়া গিয়েছে।

Koushik Adhikary

Published by:Suvam Mukherjee
First published:

Tags: CBI