মুর্শিদাবাদ: চাকরি নিয়োগ দুর্নীতির কাণ্ডে দীর্ঘ টানা ৬৫ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সিবিআইয়ের হাতে গ্রেফতার বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সোমবার ভোরে জীবনকৃষ্ণ সাহাকে সিবিআইয়ের গাড়িতে নিয়ে যাওয়া হয়। ভোর ৫.১৫-র সময়ে স্ত্রী টগর সাহার হাতে গ্রেফতারির কাগজ দিয়ে নিজাম প্যালেসের উদ্দেশ্য রওনা দেন সিবিআই আধিকারিকরা।
সোমবার ভোর ৫টা ১৫ নাগাদ তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় কলকাতা নিজাম প্যালেসে। নিয়ে যাওয়ার সময়েই তাঁর স্ত্রী টগর সাহা ও পরিবারের কিছু সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের কে কিছু না বলেই গাড়ির মধ্যে দুইজন আধিকারিকদের সঙ্গে বসে কনভয়ে করে রওনা দেন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা।
জানা যায়, রবিবার রাত আড়াই টা নাগাদ সিবিআইয়ের আধিকারিক কল্যাণ ভট্টাচার্য নেতৃত্বে একটি কনভয় আসে বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে। তারপরেই সোমবার ভোর ৫টা ১৫ নাগাদ তাঁকে নিয়ে যাওয়া হয়।
নিয়োগ দুর্নীতির কাণ্ডে শুক্রবার দুপুর থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অবশেষে সোমবার ভোরে গ্রেফতার হলেন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। তাঁর বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট, আর্থিক দুর্নীতি, তদন্তে অসহযোগিতা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে সিবিআই বলে সূত্রের খবর। অভিযোগ, তদন্ত চলাকালীন শুক্রবার বিকেলে সিবিআই আধিকারিকদের কাছে গোপন করে নিজের দুটি মোবাইল ফোন পুকুরে ফেলে দেন।
জানা গিয়েছে, আপাতত একটি মোবাইল ফোন উদ্ধার করা গিয়েছে রবিবার সকালে। অন্য একটি মোবাইল ফোনের তল্লাশিতে রবিবার বিকেলেই নামানো হয় বুলডোজার। তবে টানা সিবিআই জেরার মুখে প্রথমে অসহযোগিতা করলেও, পরে সহযোগিতা হাত বাড়িয়ে দেন বিধায়ক।
আরও পড়ুন, AC, কুলারের প্রয়োজন নেই! একটুকরো বরফই করে দেবে আপনার ঘর ঠান্ডা, জানুন কীভাবে
আরও পড়ুন, CBI-ED জিজ্ঞাসাবাদ প্রসঙ্গ! অভিষেককে নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
রবিবার নিজেই ঘটনার পুননির্মাণ করে দেখান, কীভাবে মোবাইল ফোন ফেলে দেওয়া হয়েছিল। সূত্রের খবর, একাধিক চাকরি সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সম্পত্তির হিসাব।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CBI